নির্বাচনী প্রচারণায় কোন বহিরাগত আনলে যথাযথ ব্যবস্থা : এসপি মাহফুজুল ইসলাম

  বিশেষ প্রতিনিধি    04-06-2023    82
নির্বাচনী প্রচারণায় কোন বহিরাগত আনলে যথাযথ ব্যবস্থা : এসপি মাহফুজুল ইসলাম

কক্সবাজার পৌরসভা নির্বাচনের প্রচারণায় বিভিন্ন সময়ে আশেপাশের উপজেলা বা অন্যজেলা থেকে বহিরাগত নিয়ে আসা হয়। এ ধরনের বহিরাগত আসার কোন পরিস্থিতি দেখা দিলে, কক্সবাজার জেলা পুলিশ তাৎক্ষণিক চেকব্যাক করবে এবং তা নির্বাচন কমিশনের দৃষ্টিগোছরে এনে যথাযথ ব্যবস্থা নেবে।

শনিবার (৩ জুন) কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) একথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনী প্রচারণায় রোহিঙ্গাদের ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসপি মোঃ মাহফুজুল ইসলাম আরো বলেন, নির্বাচনে কোন বৈধ অস্ত্র ব্যবহার করা যাবেনা। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভূক্ত আসামী ও অপরাধী গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। যাতে তারা নির্বাচনে কোন প্রভাব ফেলতে নাপারে।

এ বিষয়ে পুলিশ “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পরিবেশ অশান্ত হয়, এমন কোন কাজ কোন অবস্থাতেই সহ্য করা হবেনা। এ ব্যাপারে পুলিশ সিরাতুল মোস্তাকিম কঠোর অবস্থান নেবে।

তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন কোন শব্দ চয়ন ও ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে হবে। এসপি মোঃ মাহফুজুল ইসলাম বলেন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করা নির্বাচন কমিশন ও প্রশাসনের একার দায়িত্ব নয়।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদরেও এ বিষয়ে সহযোগিতা করতে হবে। কোন অভিযোগ থাকলে তা সরাসরি রিটার্নিং অফিসারের নজরে আনতে হবে। রিটার্নিং অফিসার পুলিশকে তা জানালেই সাথে সাথে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচরণ বিধি প্রতিপালন করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের প্রতি তিনি আহবান জানান।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকের নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ, হেলামেট প্রতীকের জগদীশ বড়ুয়া পার্থ, হাতপাখা প্রতীকের জাহেদুর রহমান, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা নানা অভিযোগ ও প্রশ্ন তুলে ধরেন।

কমিশনার মোঃ আহসান হাবিব খান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) প্রার্থীদের অভিযোগ ও প্রশ্নের জবাব দেন। পরে কমিশনার মোঃ আহসান হাবিব খান দর্শক গ্যালারীতে গিয়ে ৫ জন মেয়র প্রার্থীর সকলের হাতের উপর হাত রেখে নির্বাচনে আচরণ বিধি মেনে চলতে, পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ওয়াদা করান।

কমিশনার মোঃ আহসান হাবিব খান শনিবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে পৃথক আরেকটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন।

কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) ২ দিনের কক্সবাজার সফর শেষে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন।

প্রসঙ্গত, আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৪৩ টি ভোট কেন্দ্রে ২৪৪ টি বুথ রয়েছে। এছাড়া অস্থায়ী আরো ১৪ টি বুথ রয়েছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৪৩ ভোট কেন্দ্রের ২৪৪ টি বুথে সিসি ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সে উদ্যোগ নিয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানান-রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন।

সারাদেশ-এর আরও খবর