মেহেদী’র রং না শুকাতেই না ফেরার দেশে উছরাত আনিকা নাওয়ার

  বিশেষ প্রতিনিধি    07-06-2023    94
মেহেদী’র রং না শুকাতেই না ফেরার দেশে উছরাত আনিকা নাওয়ার

টেকনাফের হোয়াইক্ষ্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার বাসিন্দা, টেকনাফ কলেজের অধ্যাপক মোঃ আবদুল গফুর ও গৃহীনি সাহিদা খানমের কন্যা কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী উছরাত আনিকা নাওয়ার (২১)। গত ২ জুন কক্সবাজার শহরের লিংকরোড ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে উছরাত আনিকা নাওয়ার সাথে ঘটা করে বিয়ে হয় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরুংলায়ার সাইয়েদ মোহাম্মদ আসাদ তুহিন। তুহিন মরহুম হাজী রশিদ আহমদ ও মরহুমা ছেনুয়ারা বেগমের পুত্র।

মেহেদীর রং শুকাতেই উছরাত আনিকা নাওয়ার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে মঙ্গলবার ৬ জুন রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

না ফেরার দেশে চলে যান। তার আগে একইদিন মধ্যাহ্ন ভোজ সারার পর বিকেল ৩ টার দিকে উছরাত আনিকা নাওয়ার তাঁর শ্বশুর বাড়ি রামু উপজেলার পূর্ব মেরুংলায়াতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে রামু উপজেলা হাসপাতালে এবং পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়।

সেখানে প্রায় তিন ঘন্টা চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে উছরাত আনিকা নাওয়ার না ফেরার দেশে চলে যান। নববধূ উছরাত আনিকা নাওয়ার এর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সারাদেশ-এর আরও খবর