অতি প্রবলে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

  বিশেষ প্রতিনিধি    11-06-2023    91
অতি প্রবলে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

পাকিস্তান ও ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এটি এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ তথ্য জানিয়েছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, এনডিএমএ জনগণকে যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। গত কয়েকদিন ধরে করাচি কমিশনার করাচির সমুদ্র সৈকতে প্রবেশ নিষিদ্ধ করেছেন। সেইসাথে করাচির আঞ্চলিক সীমার মধ্যে সমুদ্রে মাছ ধরা, পালতোলা, সাঁতার কাটা এবং স্নান নিষিদ্ধ করেছেন।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) এক বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি এখন ‘অতি প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিয়েছে। এটি করাচি থেকে প্রায় ৭৬০ কিলোমিটার দক্ষিণে, থাটা থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণে এবং ওরমারার ৮৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ১৫ জুন কেটি বান্দর (দক্ষিণ-পূর্ব সিন্ধু) এবং ভারতীয় গুজরাট উপকূলের মধ্যে এটি ‘অতি প্রবল ঘূর্ণিঝড়’ হিসাবে অতিক্রম করবে।

ঘূর্ণিঝড় পর্যবেক্ষেণ ওয়েবসাইটগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর চারপাশে বাতাসের গতিবেগ এখন ১৯৫ কিলোমিটার।

আন্তর্জাতিক-এর আরও খবর