আগামী নির্বাচনে বিজেপিকে ঠেকাতে একজোট ভারতের বিরোধী দলগুলো

  বিশেষ প্রতিনিধি    23-06-2023    86
আগামী নির্বাচনে বিজেপিকে ঠেকাতে একজোট ভারতের বিরোধী দলগুলো

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করতে একজোট হয়েছে ভারতের বিরোধী দলগুলো। শুক্রবার বিহারের পাটনায় বিরোধী দলগুলো এ ব্যাপারে বৈঠক করেছে।

বৈঠকে ভারতের বিরোধী দলগুলোর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজ্যস্তরে ঠোকাঠুকি থাকলেও একই সারিতে বসেছিলেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘এটা আদর্শের লড়াই। আমাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমরা একসঙ্গে কাজ করতে চাই। আমরা আদর্শ রক্ষার কাজ করে যাব।’

ন্যাশানাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ বলেছেন, ‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য আমরা এগিয়ে এসেছি। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। আমি আর মেহেবুবা মুফতি দেশের সেই অংশে থাকি যেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়।’

বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার বলেছেন, ‘জাতীয় স্বার্থে আমরা একসঙ্গে এসেছি। যারা দিল্লিতে ক্ষমতায় আছে তারা জাতীয় স্বার্থের বিরোধী।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ২০২৪ সালের ভোটে লড়াই করব।’

তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা একসঙ্গে লড়াই করব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশপ্রেমিক। বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে।’

আন্তর্জাতিক-এর আরও খবর