৬৪ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে বিশাল জাহাজ

  বিশেষ প্রতিনিধি    23-06-2023    75
৬৪ হাজার টন কয়লা নিয়ে মাতারবাড়িতে বিশাল জাহাজ

চট্টগ্রামের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে একটি জাহাজ মাতারবাড়ি জেটিতে পৌঁছেছে।

‘এমভি নাভিউস আম্বর’ ( MV-NAVIOS AMBER) নামের জাহাজটি শুক্রবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থেকে ব্রেক ওয়াটার দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভেড়ানো হয়।

বহির্নোঙর থেকে জাহাজটিকে মাতারবাড়িতে নিয়ে আসেন চট্টগ্রাম বন্দরের পাইলট মো. মাসুদ হোসাইন।

চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগবোট ‘কাণ্ডারী’ ২ ও ৪ সহ চারটি টাগবোড জাহাজটিকে জেটিতে আনতে সহায়তা করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে পানামার পতাকাবাহী ‘এমভি নাভিউস আম্বর’ জাহাজটি দুই দিন আগে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

শুক্রবার জাহাজটিকে বন্দরের নিজস্ব পাইলট ও টাগবোটের সহায়তায় মাতারবাড়ি জেটিতে নেওয়া হয়েছে। দ্রুত সময়ে মধ্যে জাহাজ থেকে কয়লা খালাস শুরু হবে।

সারাদেশ-এর আরও খবর