ইউক্রেনকে মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার

  বিশেষ প্রতিনিধি    26-06-2023    87
ইউক্রেনকে মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা অস্ট্রেলিয়ার

সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে আরও ৭০টি সামরিক যান পাঠাবে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সোমবার ১১০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের (৭৩.৫ মিলিয়ন ডলার) এ প্যাকেজ ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, পরিকল্পনাটি এক সপ্তাহ আগেই বিবেচনাধীন ছিল।

প্যাকেজের মধ্যে ২৮টি এম১১৩ সাঁজোয়া যান, ১৪টি বিশেষ অভিযানের যান, ২৮টি মাঝারি ট্রাক এবং ১৪টি ট্রেলারের পাশাপাশি ১০৫এমএম আর্টিলারি গোলাবারুদের অতিরিক্ত সরবরাহ অন্তর্ভুক্ত থাকবে।

আলবেনিজ বলেন, ‘রাশিয়ার কার্যকলাপের নিন্দা জানাচ্ছি আমরা। ইউক্রেনকে বিজয় অর্জনে সহায়তা করার সংকল্পে আমরা অটল।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘অস্ট্রেলিয়া যে অতিরিক্ত সহায়তা দিচ্ছে তার জন্য আমি গর্বিত। আমরা আশঙ্কা করছি, এটি দীর্ঘস্থায়ী সংঘাত হবে। তাই যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে থাকব।’

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাতি বলেন, ‘কয়েক মাস লড়াইয়ের পর মে মাসে ওয়াগনার বাহিনীর দখলে নেওয়া বাখমুত শহরের কাছে সেনাবাহিনী আগের দিনের তুলনায় কমপক্ষে ৬০০ মিটার অগ্রসর হয়েছে।’

জবাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ওই এলাকায় অন্তত ১০টি হামলা হলেও তা প্রতিহত করা হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন থেকে আমদানি করা পণ্যের শুল্কমুক্ত সুবিধা আরও ১২ মাসের জন্য বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর