গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইরানি নারীকে নাগরিকত্ব দিলো স্পেন

হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ

  বিশেষ প্রতিনিধি    27-07-2023    105
গ্রেফতারি পরোয়ানাভুক্ত ইরানি নারীকে নাগরিকত্ব দিলো স্পেন

হিজাব পরা ছাড়াই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া এক ইরানি নারী দাবাড়ুকে নাগরিকত্ব দিয়েছে ইউরোপের দেশ স্পেন। বুধবার তাকে নাগরিকত্ব দিয়ে একটি সরকারি গেজেট প্রকাশ করে স্প্যানিশ সরকার। সেখানে দেশটির আইনমন্ত্রী বলেন, বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্পেনের মন্ত্রিসভা ওই নারীকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

গত বছরের ডিসেম্বরে কাজাখস্তানে অনুষ্ঠিত হয় এফআইডিই ওয়ার্ল্ড র‍্যাপিড ও ব্লিৎজ চেজ চ্যাম্পিয়নশিপ। এ দাবা প্রতিযোগিতায় হিজাব না পরেই অংশ নিয়েছিলেন ইরানের নারী দাবাড়ু সারাসাদাত খাদেমালশারিয়েহ ওরফে সারা খাদেম। দেশীয় আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান সরকার।

পরোয়ানা জারি হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে ২৬ বছর বয়সী এ দাবাড়ু স্পেনে চলে যান। সেখানে তিনি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে দেখা করেন ও স্প্যানিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দাবাও খেলেন। পরে তিনি গণমাধ্যমকে বলেন, নিজ দেশের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ ও আন্দোলনের সমর্থনে তিনি যে ভূমিকা রেখেছেন, তার জন্য আমার কোনো অনুশোচনা নেই।

ইরানের আইন অনুযায়ী, দেশটির নারীদের মাথা ও চুল স্কার্ফ কিংবা হিজাব দিয়ে ঢেকে রাখতে হয়। পুরো শরীর ঢিলে-ঢালা পোশাক দিয়ে ঢেকে রাখতে হয়। নারী ক্রীড়াবিদরা যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে ইরানের প্রতিনিধিত্ব করেন, তখনও তাদের এ পোশাক কোড মেনে চলতে হয়।

গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝিতে মাথায় ঠিকমত হিজাব না পরার কারণে ভাইয়ের সঙ্গে তেহরান যাওয়া কুর্দি তরুণী মাশা আমিনিকে (২২) আটক করে দেশটির নীতি পুলিশ। এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়লে তিন দিন কোমায় থাকার পর পুলিশি হেফাজতে মাশার মৃত্যু হয়।

মাশার মৃত্যুর পরে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হিজাব ও নীতি পুলিশ বিরোধী ওই বিক্ষোভ একটা সময় সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর হয় ইরান সরকার। নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারায় কয়েকশ বিক্ষোভকারী; আটক হয় কয়েক হাজার। তাদের মধ্য থেকে কয়েকজনকে বিচারের পর মৃত্যুদণ্ডও দেওয়া হয়।

সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর