এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ

  বিশেষ প্রতিনিধি    28-07-2023    55
এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ

কুতুবদিয়ায় সদ্য এসএসসি’র ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন ও দাখিলে পেয়েছে ১১ জন সহ মোট ৯৯ জন পরীক্ষার্থী। এসএসসিতে বরাবরের মতো ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮৮ জিপিএ-৫ এর মধ্যে ৩৬টিই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের দখলে। ৩২০ জন পরীক্ষার্থীর মাঝে পাশ করেছে ৩০৪ জন। পাশের হার ৯৫.০০℅।

এ ছাড়া, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ জন, কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১১ জন, লেমশীখালী হাই স্কুলে ১০ জন, ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ১৯ জন, সতরুদ্দীন উচ্চ বিদ্যালয়ে ৩ জন ও আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ে ৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের দিক দিয়ে এগিয়ে কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাশের হার ১০০℅।

অপর দিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে ৯টি প্রতিষ্ঠান থেকে দাখিলে জিপিএ-৫ পেয়েছে মোট ১১জন। ৪ জন জিপিএ-৫ পেয়ে সেরা অবস্থানে দারুল হিকমাহ আল মালেকীয়া দাখিল মাদ্রাসা। অন্যদিকে, ধূরুং আইডিয়াল দাখিল মাদ্রাসা ৩ জন ও কুতুব আউলিয়া দাখিল মাদরাসা ২ জন ও আল ফারুক দাখিল মাদরাসা ১ জন এবং বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ১ জন জিপিএ-৫ পেয়েছে।

কুতুবদিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরিফ বলেন, উপজেলায় মাধ্যমিকে পাশের হার ও জিপিএ-৫ বেড়েছে। আগামীতে শিক্ষার্থীরা রেজাল্ট আরো ভালো করতে পারবে বলে মনে করেন তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর