ইমাম হোসাইনকে (রা.) স্মরণ করে যা বললেন মোদি

  বিশেষ প্রতিনিধি    30-07-2023    153
ইমাম হোসাইনকে (রা.) স্মরণ করে যা বললেন মোদি

পবিত্র আশুরা উপলক্ষে রাসুলের (সা.) দৌহিত্র ইমাম হোসাইনের (রা.) প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ এ দেওয়া বার্তায় ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগকে স্মরণ করেন তিনি।

মোদি বলেন, ‘আজ আমরা হযরত ইমাম হোসেন (র.) কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার সৎ সাহস, ন্যায়বিচার ও মানুষের প্রতি মনোভাব সব সময় উল্লেখযোগ্য।’

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত।

হিজরি ৬১ সনের ১০ মহররম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন।

আন্তর্জাতিক-এর আরও খবর