যু্দ্ধ রাশিয়ার দিকে যাচ্ছে: জেলেনস্কি

  বিশেষ প্রতিনিধি    31-07-2023    122
যু্দ্ধ রাশিয়ার দিকে যাচ্ছে: জেলেনস্কি

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় যুদ্ধ ফিরে যাচ্ছে। গত কয়েকদিন রাজধানী মস্কোয় ড্রোন হামলা বেড়ে যাওয়ার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। বলেন, ‘দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে রুশ ভূখণ্ডে হামলা ছিল অবশ্যম্ভাবী, স্বাভাবিক ও ন্যায়সংগত।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তারা ইউক্রেনের তিনটি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে দুটি অফিসে গিয়ে পড়েছে। এতে ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ওই ঘটনায় নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়ে ভনোকুভা বিমানবন্দর। পুরো বিষয়টি মস্কো কিয়েভকে দায়ী করলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি জেলেনস্কির সরকার।

রবিবার জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার তথাকথিত বিশেষ সামরিক অভিযানের ৫২২তম দিন। শত্রুরা ভেবেছিল কয়েকদিনের মাথায় শেষ হয়ে যাবে। কিন্তু ধীরে ধীরে এখন রুশ ভূখণ্ডে ফিরে যাচ্ছে। সামরিক ঘাঁটিসহ অনেক জায়গায় হামলা হচ্ছে। যা স্বাভাবিক ও যথাযথ।

কিন্তু সম্প্রতি রাশিয়ায় হামলায় কিয়েভ জড়িত কিনা বিষয়টি স্পষ্ট করেননি তিনি। একইদিন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি পেসকভ বলেছেন, কিয়েভের পাল্টা আক্রমণ যদি সফল হয়ে যায়, তাহলে মস্কো সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে যেতে পারে।

মেদভেদেভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। বলেন, ইউক্রেন যদি আমাদের মাটিতে হামলা চালায় তাহলে অন্য কোনও বিকল্প থাকবে না। সূত্র: বিবিসি

আন্তর্জাতিক-এর আরও খবর