আগামী (বুধবার) ৯ আগস্ট মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে কক্সবাজারের কুতুবদিয়ায় ৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২ শতক জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
সোমবার (৭ শে আগস্ট ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে৷
এসময় ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, বাংলাদেশে এক জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে কুতুবদিয়া উপজেলার মোট ৪১ টি পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে তুলে দিবেন৷
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজোল সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান,দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি,এম.এম.হাছান কুতুবী,দৈনিক পূর্বদেশ পত্রিকা প্রতিনিধি এস.কে লিটন কুতুবী, বাংলা টিভির প্রতিনিধি আব্বাস ছিদ্দিকী, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি কাইছার সিকদার, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাসেম, চ্যানেল এস টিভির প্রতিনিধি আনিসুল রহমান হিরু,দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি হাছান মাহমুদ সুজন, দৈনিক আপন কন্ঠ পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন,দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি নাছির উদ্দীনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, কুতুবদিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৪ (একশত চুরাশি) টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট-১১৮টি গৃহহীন পরিবারকে পাকা ঘর ও ভূমির কাগজ দেওয়া হয়েছে।
আগামী ৯ আগস্ট আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত ৪১ টি পাকাঘর হস্তান্তর করা হবে। আরও ২৫টি ঘর যা নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
কুতুবদিয়ায় ৪১ টি ঘর উদ্বোধনের অপেক্ষায়, ইউএনও’র প্রেস ব্রিফিং
আগামী (বুধবার) ৯ আগস্ট মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে কক্সবাজারের কুতুবদিয়ায় ৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২ শতক জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।
সোমবার (৭ শে আগস্ট ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে৷
এসময় ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, বাংলাদেশে এক জনও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে গৃহহীনদের ঘর বানিয়ে দেওয়ার কাজ চলমান আছে। তার ধারাবাহিকতায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে কুতুবদিয়া উপজেলার মোট ৪১ টি পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেওয়া হবে। বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে গৃহহীন পরিবারের হাতে তুলে দিবেন৷
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজোল সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান,দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি,এম.এম.হাছান কুতুবী,দৈনিক পূর্বদেশ পত্রিকা প্রতিনিধি এস.কে লিটন কুতুবী, বাংলা টিভির প্রতিনিধি আব্বাস ছিদ্দিকী, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি কাইছার সিকদার, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আবুল কাসেম, চ্যানেল এস টিভির প্রতিনিধি আনিসুল রহমান হিরু,দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি হাছান মাহমুদ সুজন, দৈনিক আপন কন্ঠ পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন,দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি নাছির উদ্দীনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, কুতুবদিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৪ (একশত চুরাশি) টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়। ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট-১১৮টি গৃহহীন পরিবারকে পাকা ঘর ও ভূমির কাগজ দেওয়া হয়েছে।
আগামী ৯ আগস্ট আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে নির্মিত ৪১ টি পাকাঘর হস্তান্তর করা হবে। আরও ২৫টি ঘর যা নির্মাণ কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: October 9, 2024, 4:37 pm