পাহাড়কাটার অপরাধে ঘুমধুমের আবুল কালাম মেম্বারের ১ বছর কারাদন্ড

  বিশেষ প্রতিনিধি    24-08-2023    81
পাহাড়কাটার অপরাধে ঘুমধুমের আবুল কালাম মেম্বারের ১ বছর কারাদন্ড

নাইক্ষ‌্যংছড়ি উপজেলায় সরকারী নির্দেশ অমান্য করে পাহাড় কাটা ও বালি উত্তোলনের অপরাধে ঘুমধুম ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম মেম্বারের ১’বছর কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের আজুখাইয়া ফকিরপাড়া এলাকায় ইটভাটা সংলগ্ন স্থানে পাহাড় ও টিলা কর্তন ও মোচনের দায়ে এ আদেশ দেন বিজ্ঞ আদালত।

কারাদন্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন,আবুল কালাম চৌধুরী (৪০), পিতা: মৃত ইমাম উদ্দিন -কে এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ -এর ধারা ৬ (খ) অনুযায়ী ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এসময় পাহাড় ও টিলা কর্তন বা মোচন এবং অবৈধভাবে বালু উত্তোলনসহ এ সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিবৃত্ত থাকার জন্য উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান ব্যক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিজ্ঞ বিচারক এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।

সারাদেশ-এর আরও খবর