ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ইসরাইলি বন্দী রয়েছে : হামাস

  বিশেষ প্রতিনিধি    07-10-2023    49
ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ইসরাইলি বন্দী রয়েছে : হামাস

ডেস্ক নিউজ: হামাসের হাতে ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক ইসরাইলি বন্দী রয়েছে বলে জানিয়েছেন দলটির উপ-প্রধান সালেহ আল-আরোরি। শনিবার (৭ অক্টোবর) আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। হামাস উপ-প্রধান বলেন, আমাদের হাতে বিপুল সংখ্যক ইসরাইলি বন্দী রয়েছে। তাদের মধ্যে ইসরাইলের ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। তিনি আরো বলেন, এখন পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে। আমরা সবধরণের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি। এ সময় তিনি গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরাইলের হামলার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন। উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার ইসরাইলে ইতিহাসের সবচেয়ে বড় হামলা শুরু করেছে। এ সময় গাজা উপত্যকা থেকে হাজার হাজার রকেট ছোড়া হয়েছে। একইসাথে প্রতিরোধ আন্দোলনের সদস্যরা ইসরাইলের কয়েকটি শহরেও প্রবেশ করেছে। সেখানে তারা অন্তত ৪০-এর অধিক ইসরাইলিকে হত্যা করেছে। ফিলিস্তিনের হামাস ইসরাইলে যে সামরিক হামলা শুরু করেছে তাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন হামাসের মুখপাত্র খালেদ কাদোমি। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হব।’ সূত্র : আল জাজিরা

আন্তর্জাতিক-এর আরও খবর