আজ থেকে সাত দিন আদালত বর্জনের কর্মসূচি বিএনপির

  বিশেষ প্রতিনিধি    01-01-2024    21
আজ থেকে সাত দিন আদালত বর্জনের কর্মসূচি বিএনপির

দেশের সব আদালত বর্জনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা। পৃথক সংবাদ সম্মেলন করে গতকাল রবিবার এই ঘোষণা দেন দুটি সংগঠনের আইনজীবীরা।

আজ সোমবার থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের কোনো আদালতের বিচার কার্যক্রমে অংশ নেবেন না এই দুই রাজনৈতিক দলের মতাদর্শের আইনজীবীরা। এদিকে আদালত বর্জনের কর্মসূচিকে গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতারা। তারা বলছেন, এ ধরনের কর্মসূচি বিচার কার্যক্রমে হস্তক্ষেপের শামিল।

গতকাল দুপুরে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন আদালত বর্জনের কর্মসূচি পালনের জন্য শপথ নেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় বিএনপি-সমর্থিত আইনজীবী সংগঠনের শীর্ষনেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা এখান থেকে শপথ নিলাম কাল (সোমবার) থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আইনজীবীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। এ সময় বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর সুব্রত চৌধুরী, সৈয়দ মামুন মাহবুব, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আদালত বর্জন কর্মসূচিকে বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতি মিলনায়তনে ‘আইন অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির নেতারা। সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল লিখিত বক্তব্যে বলেন, আদালত বর্জনের কর্মসূচি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এরূপ কর্মসূচি দেওয়ার এক্তিয়ার কোনো আইনজীবী ফোরামের নেই। এরূপ কর্মসূচি বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থী। সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ন, সাবেক সম্পাদক এস এম মুনীর, ড. বশির আহমেদসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীদের ডাকা আদালত বর্জনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জামায়াতপন্থী আইনজীবীরা। সমিতি ভবনে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের নেতারা এ কর্মসূচি পালনের ডাক দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ল ইয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সারাদেশ-এর আরও খবর