৩ বছর পর টি-টোয়েন্টি দলে ম্যাথুজ

  বিশেষ প্রতিনিধি    11-01-2024    16
৩ বছর পর টি-টোয়েন্টি দলে ম্যাথুজ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখের ১৬ সদস্যের দল আজ ঘোষণা করেছে শ্রীলঙ্কা। লঙ্কান দলের নেতৃত্বে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। হাসারাঙ্গার নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে ফিরেছেন ম্যাথুজ। ২০২১-এর ৭ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ম্যাথুজ।

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে না থাকা কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভাকেও ফিরিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই দুই ক্রিকেটারের মতো ওয়ানডে সিরিজে ছিলেন না স্পিনার আকিলা ধনঞ্জয়া, পেসার নুয়ান থুসারা এবং অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস।

তবে দলের নিয়মিত এই ত্রয়ীকে শর্টার ফরম্যাটের সিরিজে রাখা হয়েছে। এছাড়া আগের অধিনায়ক দাসুন শানাকাকে বাদ দেয়নি এসএলসি, তিনিও আছেন আসন্ন এই সিরিজে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই যুক্তরাষ্ট্র, উইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে মাঠে নামবে শ্রীলঙ্কা। যারা গত বছর মাত্র ৭টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আগামী ১৪, ১৬ এবং ১৮ জানুয়ারি তিনটি ম্যাচ মাঠে গড়াবে।

শ্রীলঙ্কা দল: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, মাহিশ তিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, আকিলা ধনঞ্জয়া।

খেলাধুলা-এর আরও খবর