রোজায় প্রয়োজনীয় ৪ পণ্যে শুল্ক ছাড়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

  বিশেষ প্রতিনিধি    30-01-2024    33
রোজায় প্রয়োজনীয় ৪ পণ্যে শুল্ক ছাড়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আসন্ন রমজানের জন্য খেজুর, ভোজ্যতেল, চিনি ও চালের মতো প্রয়োজনীয় পণ্যগুলোতে শুল্ক ছাড়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানান। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কি কাজ করেছে তা জানতে চান প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই ৪ পণ্য সরবরাহ নিশ্চিতের কথা বলেছেন। সরবরাহ ক্ষেত্রে ঘাটতি যেন না থাকে। এ বিষয়ে সন্মনিতভাবে সকলের কাজ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এক সপ্তাহ আগের চেয়ে বাজার দর নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা মজুদ করে দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। বাজারে যেন সরবরাহ ও চাহিদার ঘাটতি না থাকে সে বিষয়টিও গুরুত্ব পাবে। শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী আইন, ২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

জাতীয়-এর আরও খবর