বুধবার সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

  বিশেষ প্রতিনিধি    28-11-2024    21
বুধবার সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ

ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পরও বুধবার (২৭ নভেম্বর) সারা দিনে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় সাড়ে ৫ হাজার টন ভারতীয় পেঁয়াজ ও আলু আমদানি করা হয়েছে। বুধবার রাতে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থলবন্দর ও আমদানিকারক ব্যবসায়ী সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর মঙ্গলবার এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আসেনি। তবে অন্য পণ্য আমদানি চালু ছিল। কিন্তু বুধবার সারা দিনে ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ ও ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু আমদানি করা হয়েছে।

সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরেও এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা।

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তবে বুধবার থেকে আবারও আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশা করেন তিনি।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, স্থলবন্দর দিয়ে বুধবার সারা দিনে ৯৪টি গাড়িতে ২৫০২ টন পেঁয়াজ এবং ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু এসেছে।

সারাদেশ-এর আরও খবর