বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়িতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে। যার ফলে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তারই প্রেক্ষিতে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ইসকন এখন দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ। আর এখন এই আওয়ামী লীগ ইসকনের হাত ধরে ফিরে আসতে চাচ্ছে। সংখ্যালঘু সমস্যার সমাধানে ৪ দফা দাবিতে দেশের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা ।
শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র চলছে। ২৪ এর গণঅভ্যুত্থানের ছাত্র সমাজ বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল তানভীর, শেখ তাসকিন আহমেদ, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, সাদনাম রাতুল, আব্দুল আহাদ, মহিবুল্লাহ মুহিব, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, হৃদয় ঘরামী, সুমাইয়া বান্না, শামসুন্নাহার নিশি ও আফসা প্রমুখ।
হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর শিববাড়িতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে। যার ফলে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তারই প্রেক্ষিতে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ইসকন এখন দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ। আর এখন এই আওয়ামী লীগ ইসকনের হাত ধরে ফিরে আসতে চাচ্ছে। সংখ্যালঘু সমস্যার সমাধানে ৪ দফা দাবিতে দেশের সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা ।
শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র চলছে। ২৪ এর গণঅভ্যুত্থানের ছাত্র সমাজ বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
সমাবেশ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জহুরুল তানভীর, শেখ তাসকিন আহমেদ, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, সাদনাম রাতুল, আব্দুল আহাদ, মহিবুল্লাহ মুহিব, মিনহাজুল ইসলাম সম্পদ, মহররম হাসান মাহিম, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, হৃদয় ঘরামী, সুমাইয়া বান্না, শামসুন্নাহার নিশি ও আফসা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: December 5, 2024, 5:43 am