হাত-পা বাঁধা তরুণের মরদেহ ভাসছিল খালে

  বিশেষ প্রতিনিধি    29-11-2024    25
হাত-পা বাঁধা তরুণের মরদেহ ভাসছিল খালে

ভোলার বোরহানউদ্দিনে তেতুঁলিয়া নদীর একটি শাখা খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন পথচারী ডাওরি ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় কিছু একটা খালের পানিতে ভাসতে দেখেন। পরে আরও লোক জড়ো হয়ে খালে লাইট দিয়ে দেখতে পান একটি মরদেহ পানিতে ভাসছে। পরে তারা স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ডাওরি বাজার ব্রিজের নিচে খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখনো মরদেহটির পরিচয় মেলেনি, ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

সারাদেশ-এর আরও খবর