বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করে সুখ বেশি, পুরনো ভুল সে করে না

  বিশেষ প্রতিনিধি    22-03-2024    44
বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করে সুখ বেশি, পুরনো ভুল সে করে না

দোলের আগে যুগলে হাজির। কথা ছিল বিয়ের পরেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে দেখা হবে। যে সময়ের কথা সে সময় তাঁরা, ‘সাংবাদিক, গাড়ির চালক ও নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিষিদ্ধ’ বিতর্কে জড়িয়ে পড়েননি। কাঞ্চন-শ্রীময়ী। ঝলমলে তাঁদের বিয়ে-পরবর্তী নতুন প্রেম। সাক্ষাৎকার দিতে বসে শ্রীময়ী জানালেন, কাঞ্চনই বলে দিয়েছেন কোন শাড়ির সঙ্গে কী কী গয়না পরবেন তিনি।

প্রশ্ন: বিয়ের পরে কতটা বদলে গেলেন শ্রীময়ী?
কাঞ্চন: এখন বেশ অন্য রকম লাগছে। সিঁথিতে সিঁদুর পরানোর পর থেকেই আলাদা। যেন অন্য কোনও বৌদি (মজা করে)।
শ্রীময়ী: কী যে হয়েছে ওর। হঠাৎ করে দেখছি আমি একটানা কথা বলে যাচ্ছি, হাঁ করে আমায় দেখছে। আসলে আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, তার পরে প্রেম। এই সম্পর্কের কম লড়াই তো ছিল না। ‘পরকীয়া’ বলে দাগিয়ে দেওয়া হল। তার পর কাঞ্চনের বিচ্ছেদ নিয়ে ওঠাপড়া। বিয়ে যে হবে সেটাও ভাবিনি।
কাঞ্চন: তবে তৃতীয় বিয়ে করেছি, বেশ করেছি। কারও কিচ্ছু বলার নেই। বেশ করেছি!
প্রশ্ন: আপনি নিজের বিষয়ে এত কম কথা বলেন, কিছুই তো বোঝা যায় না! তিনটে বিয়ে, বিচ্ছেদ…
শ্রীময়ী: ওটাই তো! ও তো মুখচোরা। এ রকম যে কত বার হয়েছে, আমাদের সামনে এক জন মিথ্যে বলে চলেছে, ও চুপ করে শুনছে। কিছুই বলে না। বিচ্ছেদ নিয়েও তো কিছু বলল না। চুপ করে থাকে।
প্রশ্ন: আনন্দবাজার অনলাইনকে দেওয়া পিঙ্কির সাক্ষাৎকার শুনেও কি চুপ থাকবেন?
কাঞ্চন: শ্রীময়ী তো জানিয়েছিল যে আমরা সাক্ষাৎকার দেখেছি। ওরা ভাল থাকুক। ছেলে মানুষ হোক। ওর শৈশবে যেন বার্ধক্য না আসে।
প্রশ্ন: এই কথার অর্থ কী?
কাঞ্চন: ছেলের মুখে খুব ভারী কথা যেন বসিয়ে না দেওয়া হয়। ওর যে প্রাণবন্ত শৈশব...
প্রশ্ন: আপনি তো ওকে দেখতেই যান না, আপনি শৈশবের কথা বলছেন?
কাঞ্চন: আসলে আমি তো কিছু বলি না। আমি ছেলেকে নিরপেক্ষ স্থানে দেখতে চেয়েছিলাম। অপর পক্ষের অনুমতি মেলেনি। অপর পক্ষ বলেছিলেন তাঁর বাড়িতে গিয়ে ছেলেকে দেখতে হবে, নয়তো আদালতে। বাবা হিসাবে ছেলেকে আদালতে টেনে আনতে চাইনি। রক্ষণাবেক্ষণ বাবদ নির্ধারিত অর্থও দিয়েছি। হ্যাঁ, এ বার আনন্দবাজার অনলাইনকে কিছু বলতে চাই...
প্রশ্ন: বলুন...
কাঞ্চন: আমার বাবা আমার কাছেই থাকুক। ওই যে ‘সৌম্যকান্তি’, ‘চায়ের পার্টনার’, এ সব বলা... (পিঙ্কি আনন্দবাজার অনলাইনের সাক্ষাৎকারে কাঞ্চনের বাবা সম্পর্কে এই কথা বলেছিলেন), সেই বাবা যখন আদরের নাতিকে কোনও এক দশমীর দিন দেখতে চাইল, তাকে তো আনা গেল না! বাবার শেষ দিনের অসুস্থতায়ও ‘চায়ের পার্টনার’-এর দেখা নেই! সংসারটা ঠিক করে করলে এই আবেগ তৈরি হত। ঘাটকজেও দেখা মেলেনি! তাই আবার বলছি, আমার বাবা-মা আমার কাছেই থাক। আর সাতাশ বছর ধরে বাবা অন্ধ ছিলেন না। ভুল তথ্য। বত্রিশ বছর। আমার বাবার সম্পর্কে কেউ ভুল বললে গায়ে লাগে। আমাদের বিচ্ছেদ উভয়ের সম্মতিক্রমে হয়েছে। আচমকা এক দুপুরে বা লকডাউনে পিঙ্কিকে বিচ্ছেদের নোটিস পাঠাইনি।
শ্রীময়ী: আমি একটা কথা বলি, বিবাহবিচ্ছিন্ন পুরুষকে বিয়ে করা যে ভুল, এটা আমি একদম মানি না। আমি তো উল্টো কথাই বলব। কাঞ্চন আইনত বিবাহবিচ্ছেদ করেছে। এ রকম তো নয়, যে একসঙ্গে তিনটে-চারটে বিয়ে করে রেখে দিয়েছে! একসঙ্গে থাকতে না পারলে সম্পর্ক থেকে মানুষ সরে আসে। দু’জনেই ভুল করে। সেই কাঞ্চন বিয়ের মধ্যে দিয়ে যেতে যেতে যে ভুল দেখতে পেয়েছে, সেই ভুল আর আমার সঙ্গে করবে না। আমি নিশ্চিত। তাই বিবাহবিচ্ছিন্ন পুরুষকেই বিয়ে করা উচিত বলে মনে করি।
প্রশ্ন: কিন্তু আপনারাই তো ভয়ঙ্কর ‘ভুল’ করে বসলেন!
কাঞ্চন: আমি এই ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। মানুষ মাত্রেই তো ভুল হয়।
প্রশ্ন: কাঞ্চন মল্লিক ঘরের ছেলে, মাটি থেকে উঠে আসা মানুষ, আপনার এই ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেল...

বিনোদন-এর আরও খবর