বঙ্গবন্ধুর খুনিদের তীব্র ঘৃণা জানাতে সংসদে নিন্দা প্রস্তাব

  বিশেষ প্রতিনিধি    31-08-2022    142
বঙ্গবন্ধুর খুনিদের তীব্র ঘৃণা জানাতে সংসদে নিন্দা প্রস্তাব

১৯৭৫ সালের ১৫ আগস্টের চক্রান্তকারীরা এখনো ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে এমন অভিমত ব্যক্ত করে সব সক্রান্ত ব্যর্থ করতে শপথগ্রহণ করতে চায় জাতীয় সংসদ। এ লক্ষ্যে বুধবার (৩১ আগস্ট) সংসদে একটি সাধারণ প্রস্তাব তোলা হয়েছে। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির এ সংক্রান্ত একটি সাধারণ প্রস্তাব তুলেছেন। পরে তার ওপর আলোচনা শুরু হয়। আলোচনা শেষে প্রস্তাবটি গ্রহণ করা হবে। উবায়দুল মোকতাদিরের প্রস্তাবে বলা হয়, এই মহান সংসদের অভিমত এই যে, যে ঘৃণ্য খুনিচক্র ও চক্রান্তকারী গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদেরকে নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করেছিল, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। কিন্তু চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনো ক্ষ্যন্ত হয়নি। আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসে ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিতে। ‘তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেওয়া যায় না। ইতিহাসের পাদদেশে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদকে বিনম্রচিত্তে ও শ্রদ্ধায় স্মরণ করছি। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব চক্রান্তকে ব্যর্থ করে দেওয়ার শপথগ্রহণ করছি। ২০২২ সালের আগস্ট মাসে একাদশ জাতীয় সংসদের উনবিংশতম অধিবেশনে এই হোক প্রত্যয় দৃঢ় ঘোষণা।’

জাতীয়-এর আরও খবর