জেপির চেয়ারম্যান মঞ্জু, মহাসচিব শহীদুল

  বিশেষ প্রতিনিধি    09-01-2023    184
 জেপির চেয়ারম্যান মঞ্জু, মহাসচিব শহীদুল

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান হিসেবে আনোয়ার হোসন মঞ্জু এমপি এবং মহাসচিব হিসেবে শেখ শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীতে জেপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৩ অনুষ্ঠিত হয়। সেখানে কাউন্সিলের ৩য় অধিবেশনে আগামী তিন বছরের জন্য দলের কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিতে নির্বাচিত হয়।

রোববার রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে।

সম্মেলনে নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমশনার আব্দুর রহিমের সভাপতিত্বে নির্বাচনী অধিবেশন শুরু হয়। এ সময় অপর দুই কমিশনার এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ ও মফিজুল হক বেবু উপস্থিত ছিলেন।

আগামী তিন বছরের (২০২৩-২০২৬) জন‌্য নির্বাচিতরা হলেন :

প্রেসিডিয়াম সদস্য :

আব্দুর রহিম, বেগম তাসমিমা হোসেন, সাদেক সিদ্দিকী, শাহ মো. রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাহ উদ্দিন মাহমুদ, মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, রুহুল আমিন, নাজমুন্নাহার বেবী, কাজী জাহাঙ্গীর আমির, মনিরুল ইসলাম জমাদ্দার, আজিজ বাঙাল, আবু সাঈদ খান, সৈয়দ সালাহ উদ্দিন, ওসমান গণি, হাজী আব্দুল আলি, মাহিম হোসেন, মির মোশারফ হোসেন মিরন।

ভাইস চেয়ারম্যান:

মির হারুনুর রশিদ, আশরাফুল ইসলাম, গোলাম সারোয়ার জমাদ্দার, মোহাম্মদ হোসেন রেণু, জাহানারা আরজু, আফজাল হোসেন, ফতেহ আলী টিপু, ইফতেখার আহমেদ লিমন, সিদ্দিকুর রহমান টুলু, আলহাজ্ব মো. আব্দুল্লাহ।

যুগ্ম- সাধারণ সম্পাদক:

কে এম মজিবুর রহমান মজনু, জাহাঙ্গীর আলম প্রধান, এনামুল ইসলাম রুবেল, আমিনুল ইসলাম তপন, আজাদ দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ, হুমায়ূন কবির তালুকদা রাজু, আলী আব্দুল্লাহ টিংকু, নুরুল ইসলাম খান মিয়া, আতিকুল ইসলাম উজ্জল, আইয়ূব আলী ফনু, ফজলে করিম পল্লব, মো. আব্দুল হালিম।

সাংগঠনিক সম্পাদক : আবুল খায়ের সিদ্দিকী আবু।

বাকি পদগুলো পূরণে কাউন্সিলর সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয়-এর আরও খবর