গুলশানের আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, ভবন থেকে লাফিয়ে আহত ৩

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    205
গুলশানের আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, ভবন থেকে লাফিয়ে আহত ৩

রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের সাত তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।

অগ্নিকাণ্ডের খবরে আতঙ্কে তিনজন ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওই ভবনে এখনো অনেকে আটকা পড়েছেন। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

আজ রোববার রাত ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাত তলায় আগুনের ঘটনা ঘটে। পরে আগুন ওই ভবনের কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে আটকে পড়া কয়েকজনকে উদ্ধার করেছেন বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। এছাড়া ভবনের অন্যান্য তলায় আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

জাতীয়-এর আরও খবর