আবারো কমলো সোনার দাম

  বিশেষ প্রতিনিধি    07-03-2023    209
আবারো কমলো সোনার দাম

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। এর ফলে স্বর্ণের আবেদন হ্রাস পেয়েছে। তাই আন্তর্জাতিক বাজারে কমেছে মূল্যবান এ ধাতুটির দাম। খবর রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৮৫৩ ডলার ৯৯ সেন্টে।

এর আগে, বেঞ্চমার্কটির দাম ব্যাপক বেড়েছিল। গত ১৫ ফেব্রুয়ারির পর তা সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। তবে এদিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১৮৫৯ ডলার ৯০ সেন্টে।

এদিকে জানা গেছে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ক্রমবর্ধমান মূল্যস্ফীতিতে লাগাম টানতে আরো কিছুদিন সুদের হার বাড়িয়ে যেতে পারে। এতে স্বর্ণের মতো নন-ইল্ডিং সম্পদে বিনিয়োগ করতে অনুৎসাহিত হয়েছে ব্যবসায়ীরা। ফলে দামি ধাতুটির দাম কমছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন। সেখানে সুদের হার নিয়ে তিনি কি আভাস দেন, আপাতত সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

এছাড়া গত ফেব্রুয়ারি মাসের অর্থনীতির তথ্য প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। সেটা ইতিবাচক না নেতিবাচক হয়, এদিকেও দৃষ্টি রাখছেন ব্যবসায়ীরা।

জাতীয়-এর আরও খবর