কারাগারে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

  বিশেষ প্রতিনিধি    18-04-2023    104
কারাগারে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য মন্ত্রীরা। ছবি: পিআইডি

কারাগারে ভার্চ্যুয়াল কোর্ট রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন কারাগার অথবা পুরাতন কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ১১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

এম এ মান্নান বলেন, নতুন অথবা পুরোনো কারাগার সংস্কার করার সময় ভার্চ্যুয়ালি কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে আসামিকে এক আদালত থেকে অন্য আদালতে আনা-নেওয়া করার ঝামেলা থাকবে না।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ইকোনোমিক অ্যাকসিলারেটিং অ্যান্ড রেজিলেন্স ফর নেট’ প্রকল্পটি একনেক সভা থেকে ফিরিয়ে দেওয়া হয়। এ প্রকল্প নিয়ে আলোচনা করার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘ভবন নির্মাণের আগে ২০ বার ভাবতে হবে। দরকার হয় বিদ্যমান ভবনগুলো সংস্কার করে ব্যবহার করতে হবে।’

সভায় সরকারি ৭৬ কোটি টাকা ব্যয় করে ‘বিল্ডিং ক্লাইমেট রেসিলেন্ট লাইভলিহুড ইন দি ভালনারেবল ল্যান্ডস্প্যাপস ইন বাংলাদেশ’ প্রকল্প নেওয়া হয় বলে জানান পরিকল্পনামন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারি অর্থ ব্যয় না করে এ ধরনের প্রকল্প ক্লাইমেট ফান্ড থেকে নেওয়া যায়।’

জাতীয়-এর আরও খবর