প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে কী বলেছিলেন চাঁদ

  বিশেষ প্রতিনিধি    22-05-2023    116
প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দিয়ে কী বলেছিলেন চাঁদ

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার ‍হুমকি’ দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের নেতারা। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না, আজ সোমবার তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দেন।

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা—শেখ হাসিনাকে করবস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা দরকার, আমরা করব ইনশাআল্লাহ।’

দেশজুড়ে বিক্ষোভের ডাক

বিএনপি নেতার এই বক্তব্যের প্রতিবাদে আজ দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এর প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

পুঠিয়া থানায় মামলা

এ ঘটনায় আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। গতকাল রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন আজ দুপুরে আমাদের সময়কে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আমরা খুঁজছি। চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

চাঁদের গ্রেপ্তারের খবর জানতে চান হাইকোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। তখন আদালত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন এবং পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান।

‘ফখরুলের মনেও একই কথা’

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার ঘটনায় গতকাল রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছে, আর ২৭ দফা নয়, ১০ দফা নয়, এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। ফখরুলের (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) মনেও সেই কথা। এই রাজশাহীতে বিএনপির সাবেক মেয়র ’৭৫-এর ১৫ আগস্টের হাতিয়ার গর্জে ওঠার কথা বলেছিল।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ষড়যন্ত্রকারীরা আজকে স্বয়ং প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য লন্ডনের নির্দেশে ফরমায়েশে দলে দলে তারা লন্ডনে যাচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করাই এদের এক দফা।’

সেতুমন্ত্রী বলেন, ‘১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে এখনো আবু সাঈদ বাইরে আছেন। আমি জানি না কেন এখনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? স্বরাষ্ট্রমন্ত্রী এখন রাজশাহী আছেন। তিনি সরেজমিন দেখে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশা করি।’

জাতীয়-এর আরও খবর