রানি এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  বিশেষ প্রতিনিধি    13-09-2022    342
রানি এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকার বারিধারায় ব্রিটিশ হাই কমিশনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রিটিশ হাইকমিশনে এ বই খোলা হয়। পরে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন। তিনি জানান, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী রানির প্রতি সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী শোক বইয়ে স্বাক্ষরের পর রানির সঙ্গে নিজের কিছু স্মৃতির কথা তুলে ধরেন শেখ হাসিনা। এর আগে, প্রধানমন্ত্রী হাইকমিশন প্রাঙ্গণে পৌঁছালে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন তাকে স্বাগত জানান। রানির প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যাওয়ায় হাইকমিশনার প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এই প্রথমবারের মতো ঢাকার ব্রিটিশ হাইকমিশনে সৌজন্য সফরে গেলেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সামরিক সচিব মেজর জেনারেল কবির আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।

জাতীয়-এর আরও খবর