ছাত্রদল সভাপতিকে সরিয়ে দেয়া হলো

  বিশেষ প্রতিনিধি    10-08-2023    101
ছাত্রদল সভাপতিকে সরিয়ে দেয়া হলো

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে একই কমিটির সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে। গতকাল বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছাত্রদলের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কর্মসূচিতে সমন্বয়হীনতা ও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। দলের পক্ষ থেকে অসুস্থতার কথা বলা হলেও গতকালও শ্রাবণকে দলীয় বৈঠকে অংশ নিতে দেখা যায়।

সূত্রের দাবি সর্বশেষ ২৯শে জুলাই ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচিতে নির্ধারিত স্পটে তিনি অনুপস্থিত ছিলেন। দুপুরের পর বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ান এর সামনে কিছু নেতাকর্মীকে নিয়ে তিনি মিছিল বের করলেও একপর্যায়ে পুলিশের গাড়ি আসায় তিনি নেতাকর্মীদের রেখে সটকে পড়েন বলে উপস্থিত কেউ কেউ দাবি করেন।

ওইদিনের পর শ্রাবণের বিষয়ে দলের মধ্যে নেতিবাচক আলোচনা শুরু হয়। সূত্র জানায় একদফার আন্দোলন চলমান অবস্থায় ছাত্রদলের মতো সংগঠনে এমন নেতাদের নেতৃত্বে না রাখার পক্ষে মত আসায় শ্রাবণকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়।

-মানবজমিন

জাতীয়-এর আরও খবর