কক্সবাজার বায়তুশ শরফে আন্তঃ স্কুল হকি টুর্নামেন্ট উদ্বোধন

  বিশেষ প্রতিনিধি    16-08-2023    118
কক্সবাজার বায়তুশ শরফে আন্তঃ স্কুল হকি টুর্নামেন্ট উদ্বোধন

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের খেলার মাঠে আন্তঃ স্কুল হকি টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে জেলার ৮টি প্রতিষ্ঠানের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক, বহু সফল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও বরেণ্য শিক্ষাবিদ আলহাজ্ব এম এম সিরাজুল ইসলাম।

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্তঃ স্কুল হকি প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য হল তৃণমুল পর্যায় থেকে হকি খেলোয়াড়দের বাছাই করে প্রতিযোগিতার মধ্য দিয়ে সুদক্ষ করে গড়ে তোলা। বায়তুশ শরফ কমপ্লেক্সের প্রতিষ্ঠানসমূহ খেলোয়াড়দের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলছে। ইতোমধ্যে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর হকি খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে এনেছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানের ৮জন খেলোয়াড় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করছে।

এম এম সিরাজুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের হকি খেলোয়াড়রা আন্তর্জাতিক পরিমন্ডলেও তাদের অবদানের স্বাক্ষর রাখতে পারবে এবং প্রতিষ্ঠানের জন্য আরো সু-খ্যাতি বয়ে আনতে পারবে।

একাডেমীর সিনিয়র শিক্ষক নিজামুল বাহারের সঞ্চালনায় ​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী তাঁতীলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি ও কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের নির্বাহী কমিটির সহ-সভাপতি আরিফ উল মওলা চৌধুরী, উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ পরিচালনা পর্ষদের সদস্য ফরিদ আহমদ, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের ক্রীড়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুল সংখ্যক দর্শক ক্রীড়া প্রতিয়োগিতায় উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

​হকি টুর্নামেন্টে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স ও উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ হল-বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী প্রাথমিক বিদ্যালয়, উত্তরণ মডেল কলেজ, উত্তরণ মডেল স্কুল, উত্তরণ প্রাথমিক বিদ্যালয়, বায়তুশ শরফ শাহ্ কুতুব উদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা, বায়তুশ শরফ শাহ্ মীর মোহাম্মদ আখতর (রহ.) ছাত্রাবাস ও বায়তুশ শরফ জব্বারিয়া এতিমখানা।

​উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া এতিমখানা বনাম বায়তুশ শরফ শাহ্ মীর মোহাম্মদ আখতর (রহ.) ছাত্রাবাস। ক্রীড়া পরিচালনা করেন হকি কোচ মোঃ আলী খাঁন হৃদয় ও জেসমিন আক্তার জেসি সহযোগিতায় ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক ও সিনিয়র শিক্ষক আবুল কাশেম কুতুবী।

খেলাধুলা-এর আরও খবর