মিয়ানমার ইস্যুতে ৭ দেশের সঙ্গে বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের

  বিশেষ প্রতিনিধি    19-09-2022    151
মিয়ানমার ইস্যুতে ৭ দেশের সঙ্গে বৈঠক পররাষ্ট্র মন্ত্রণালয়ের

মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ডসহ রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে অবগত করতে আসিয়ানভুক্ত ৭ দেশের সঙ্গে বৈঠক করল পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে পদ্মায় উপস্থিত হন সিংগাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই, কম্বোডিয়া, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত। তাদেরকে সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব। দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের জোটে আসিয়ানের অন্যতম সদস্য মিয়ানমার। সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে দেশটিকে বিরত রাখতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধানের আহবান জানানো হয় জোটভুক্ত দেশগুলোকে। এর আগে রোববার চতুর্থবারের মতো মিয়ানমার রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাতীয়-এর আরও খবর