মিয়ানমারে ‘অনলি ফ্যান’ মডেলের ছয় বছরের জেল

  বিশেষ প্রতিনিধি    05-10-2022    152
মিয়ানমারে ‘অনলি ফ্যান’ মডেলের ছয় বছরের জেল

প্রাপ্তবয়স্কদের সাবস্ক্রিপশন সাইট ‘অনলি ফ্যান’-এ ছবি পোস্ট করায় মিয়ানমারের এক মডেলের ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত। তাঁর নাম ন্যাং মওয়ে সান। তিনি আগে চিকিৎসক ছিলেন। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদন বলছে, সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাং মওয়ে সানকে দুই সপ্তাহ আগে ‘সংস্কৃতি এবং মর্যাদাহানি করার জন্য’ অভিযুক্ত করা হয়েছিল। তিনি এর আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভেও অংশ নিয়েছিলেন। অনলি ফ্যানস কনটেন্টের জন্য এই মডেলই প্রথম, যাকে মিয়ানমার কারাদণ্ড দিল বলে মনে করা হচ্ছে। প্রতিবাদে অংশগ্রহণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট কারার দায়ে অপর এক মডেলকে গত আগস্টে একই আইনে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মডেলের নাম থিনজার উইন্ট কিয়াও। তিনি অক্টোবরে বিচারের মুখোমুখি হবেন। এই মডেল ইয়াঙ্গুনের উত্তর দাগন টাউনশিপে বসবাস করেন। যেখানে সামরিক আইন বলবৎ রয়েছে

বিনোদন-এর আরও খবর