নারী অবমাননা-হেয় প্রবণতা ও পুরুষতান্ত্রিক নৃশংসতার জবাব এ বিজয়: ভাবনা

  বিশেষ প্রতিনিধি    27-09-2022    173
নারী অবমাননা-হেয় প্রবণতা ও পুরুষতান্ত্রিক নৃশংসতার জবাব এ বিজয়: ভাবনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলারদের সঙ্গে একান্তে কিছু সময় কাটিয়েছেন তিনি। নারী ফুটবলারদের এই বিজয়কে পুরুষতান্ত্রিক নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদের জয় বলেও মনে করছেন এ অভিনেত্রী। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এই নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। যাতে তিনি বলেন, জয়ী ফুটবলার নারীদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে ছিলেন তিনি। তাদের সঙ্গে আনন্দের মুহূর্তে কেটেছেন কেকও। সেই সুন্দর মুহূর্তের ছবিগুলো ইতিমধ্যে ফেসবুক পেজে আপলোডও করেছেন। লিখেছেন, আমাদের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছেন। এ শুধু একটি টুর্নামেন্টে বিজয় নয়, নারীর প্রতি অবমাননা, নারীকে হেয় করার প্রবণতা, পুরুষতান্ত্রিক নৃশংসতা—এর সবকিছুরই জবাব বাংলাদেশ নারী ফুটবল দলের এই বিজয়। এই অভিনেত্রী মনে করেন, অনেক বাধার প্রাচীর পেরিয়ে নারী খেলোয়াড়দের সামনের দিকে এগিয়ে যেতে হয়। সে বাধা বাংলাদেশের নারী খেলোয়াড়রা পেরোলেও রক্ষণশীল, পশ্চাৎপদ পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে এখনও জয়ী হতে পারেনি নারীরা। বৈরী পরিস্থিতিতে বাংলাদেশ নারী ফুটবল দলের মেয়েরা দেশের জন্য বয়ে নিয়ে এসেছে বিশাল সম্মান। এ বার্তা নারীদের কোনো কিছু দিয়ে দমিয়ে না রাখারও প্রতীক। তাই তাদের প্রতি শুভকামনাও করেছেন এই অভিনেত্রী।

বিনোদন-এর আরও খবর