ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। বিভিন্ন নাটকে অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিলয়। এছাড়াও নানাবিধ সামাজিক কর্মকাণ্ড নিয়েও সরব থাকতে দেখা যায় অভিনেতাকে।
সপ্তাহ খানেক আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে পর্যটকশূন্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়ে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের প্রাণী। বিশেষ করে সেখানে অবলা প্রাণিগুলোর জন্য খাদ্যাভাব দেখা দেয়।
সে সময় বিষয়টি নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নিলয় আলমগীরসহ আরও বেশ কিছু তারকারা। এক ফেসবুক পোস্টে সেন্ট মার্টিনের কুকুর বা অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন নিলয়।
এদিকে গত রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ১১ সদস্যের এক প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন পৌঁছায়। বিষয়টি নজরে আসে নিলয়ের। এতে সামাজিক মাধ্যমে এসে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা।
সোমবার এক ফেসবুক পোস্টে একটি ভিডিও শেয়ার করেন নিলয়। সেখানে দেখা যায়, কুকুরগুলোর খাবার তৈরি করছে সেই স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। সেখানে ক্যাপশনে নিলয় লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিযিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়।’
তবে শুধু নিলয় নয়, আরও বেশ কিছু তারকারা সেন্ট মার্টিনে অভুক্ত কুকুরদের জন্য সাহায্য চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। তাদের মধ্যে আছেন অভিনেত্রী সামিরা খান মাহি, অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে।
আল্লাহ যাতে ওদের রিযিকের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় : নিলয়
ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। বিভিন্ন নাটকে অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিলয়। এছাড়াও নানাবিধ সামাজিক কর্মকাণ্ড নিয়েও সরব থাকতে দেখা যায় অভিনেতাকে।
সপ্তাহ খানেক আগে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে পর্যটকশূন্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিপাকে পড়ে ওই দ্বীপের কুকুরসহ নানা ধরনের প্রাণী। বিশেষ করে সেখানে অবলা প্রাণিগুলোর জন্য খাদ্যাভাব দেখা দেয়।
সে সময় বিষয়টি নিয়ে কথা বলেছিলেন অভিনেতা নিলয় আলমগীরসহ আরও বেশ কিছু তারকারা। এক ফেসবুক পোস্টে সেন্ট মার্টিনের কুকুর বা অবলা পশুদের জন্য সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান করেছিলেন নিলয়।
এদিকে গত রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ১১ সদস্যের এক প্রতিনিধিদল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্ট মার্টিন পৌঁছায়। বিষয়টি নজরে আসে নিলয়ের। এতে সামাজিক মাধ্যমে এসে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেতা।
সোমবার এক ফেসবুক পোস্টে একটি ভিডিও শেয়ার করেন নিলয়। সেখানে দেখা যায়, কুকুরগুলোর খাবার তৈরি করছে সেই স্বেচ্ছাসেবী দলের সদস্যরা। সেখানে ক্যাপশনে নিলয় লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে ওদের রিযিকের একটা পার্মানেন্ট ব্যবস্থা করে দেয়।’
তবে শুধু নিলয় নয়, আরও বেশ কিছু তারকারা সেন্ট মার্টিনে অভুক্ত কুকুরদের জন্য সাহায্য চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। তাদের মধ্যে আছেন অভিনেত্রী সামিরা খান মাহি, অভিনেত্রী তানিয়া বৃষ্টি, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
|
প্রিন্টের তারিখ ও সময়: December 5, 2024, 7:29 am