যশোরে সিয়াম-নুসরাত, উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা

  বিশেষ প্রতিনিধি    03-10-2022    181
যশোরে সিয়াম-নুসরাত, উচ্ছ্বসিত সিনেমাপ্রেমীরা

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যু মুক্ত করতে দুঃসাহসিক একাধিক অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সেই অভিযানের ফলে সুন্দরবন আজ অনেকটায় জলদস্যু ও বনদস্যুমুক্ত। এসব অভিযানের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। ছবিটির প্রচারের অংশ হিসেবে রোববার দুপুরে যশোরে হাজির হন ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরা। যশোরের সিনেমাপ্রেমীরা প্রিয় নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা নুসরাত ফারিয়াকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। যশোরের আতিথেয়তায় তারাও মুগ্ধ হন। সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে বাংলাদেশে প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার মুভি এটি। গত ২৩ সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পায়। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে এ সিনেমা চলছে। শহরের লালদিঘীরপাড়ের মন্দিরে সাংস্কৃতিক সংগঠন তীর্যকের উদ্যোগে টিম অপারেশন সুন্দরবনকে সংবর্ধনা দেওয়া হয়। পরে মনিহার সিনেমা হলে টিম অপারেশন সুন্দরবনের পক্ষ থেকে সিনেমা হলের স্টাফদের উপহার সামগ্রী দেওয়া হয়। সিনেমা চলাকালে দর্শকদের উদ্দেশে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, যশোর এসে খুব ভালো লাগছে। সিনেমাটি সবাইকে নিয়ে দেখবেন। একবারে মন না ভরলে কয়েকবার দেখবেন। ‘অপারেশন সুন্দরবন’-এ খুব কষ্ট করে কাজ করেছি আপনাদের জন্য। এখানে যেভাবে আমাদের দেখতে এসেছেন আমরা চাই, হলেও আপনারা সিনেমাটি দেখতে এভাবেই ভিড় করবেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা, মৎস্য ও বনজ সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত অভিযান চালায় র‌্যাব। সেই অভিযানে ৩২টি বাহিনীর ৩২৮ জন জলদস্যু ৪৬২টি অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন। সুন্দরবনে র‌্যাবের সেই ‘রোমাঞ্চকর অভিযান’ জনসাধারণের সামনে তুলে ধরার জন্য নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ পরিচালনা করেছেন দীপংকর দীপন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল ছবির টিজার। চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পায় ট্রেলার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, তাসকিন রহমানসহ র‌্যাবের বেশ কয়েকজন সদস্য। ‘অপারেশন সুন্দরবন’-এ সুন্দরবনে র‌্যাবের বিভিন্ন অভিযানের চিত্র তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য্যও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্থানীয় মানুষ জীবিকা নির্বাহে ব্যাপকভাবে সুন্দরবনের ওপর নির্ভরশীল। কিন্তু দস্যুদের ভয়ে তারা বনজ সম্পদ আহরণে বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি সিনেমায় তুলে ধরা হয়েছে।

বিনোদন-এর আরও খবর