কক্সবাজার জেলা বির্তক উৎসব আজ ১১ ফেব্রুয়ারি

  বিশেষ প্রতিনিধি    10-02-2023    477
কক্সবাজার জেলা বির্তক উৎসব আজ ১১ ফেব্রুয়ারি

শুরু হচ্ছে কক্সবাজার জেলা বিতর্ক উৎসব। শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ৯টায় রামু উপজেলার বাঁকখালি উচ্চ বিদ্যালয়ে শুভ উদ্বোধন হবে উৎসবের।

উদ্বোধন করবেন কক্সবাজার সরকারি কলেজের প্রথম ভিপি, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রেজা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন৷

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু সরকারি কলেজের অধ্যক্ষ মুজিবুল আলম।

বিচারক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কক্সবাজারের খ্যাতিমান বিতার্কিক ও আলোকিত গুণিব্যক্তিবর্গগণ।

বির্তক দলে অংশ নেবে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, রামু বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁকখালি উচ্চ বিদ্যালয়, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা এইচ.এম সাঁচি উচ্চ বিদ্যালয় ও গর্জনিয়া উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার সহযোগী পার্টনার জাগো নারী উন্নয়ন সংস্থা, পালস্ বাংলাদেশ সোসাইটি ও আর্ট ক্লাব কক্সবাজার।

মিডিয়া পার্টনার টিটিএন ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা।

শিল্প ও সংস্কৃতি-এর আরও খবর