চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৬৭ রানে হারলো নিউ জিল্যান্ড

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    223
চতুর্থ দিনের প্রথম সেশনেই ২৬৭ রানে হারলো নিউ জিল্যান্ড

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দিবারাত্রির প্রথম টেস্টের চতুর্থ দিনেই বড় ব্যবধানে হার মেনেছে নিউ জিল্যান্ড। ইংলিশরা তাদের হারিয়েছে ২৬৭ রানের ব্যবধানে। যা নিউ জিল্যান্ডের মাটিতে ১৫ বছর পর পাওয়া জয়। সবশেষ ২০০৮ সালে নেপিয়ারে মাইকেল ভনের নেতৃত্বে নিউ জিল্যান্ডে জিতেছিল ইংলিশরা।

ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩৯৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল স্বাগতিকরা। আজ চতুর্থ দিনে দেড় ঘণ্টা ও ২২.৩ ওভারের মধ্যে অলআউট হয়ে যায় তারা। দলীয় সংগ্রহে বাকি ৫ উইকেট হারিয়ে আর ৬৩ রান যোগ করতে পারে তারা। তাতে ৪৫.৩ ওভারে ১২৬ রানে অলআউট হয়ে ২৬৭ রানের বড় হার মানে।

চতুর্থ দিনে নিউ জিল্যান্ডের হয়ে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন আগের দিন ১৩ রান নিয়ে অপরাজিত থাকা ড্যারিল মিচেল। ১০১ বল খেলে ৬টি চার ও ২ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৫৭ রানে। এছাড়া আগের দিন ২৫ রান নিয়ে অপরাজিত থাকা মাইকেল ব্রেসওয়েল আজ আর কোনো রান করতে পারেননি। আগের দিন টম লাথাম করেছিলেন ১৫ রান। বাকি ৮ ব্যাটসম্যানের রান ছিল ২০৭১২০৯৮।

বল হাতে নিউ জিল্যান্ডের ইনিংসে ধস নামান জেমস অ্যান্ডরসন ও স্টুয়ার্ড ব্রড। তারা দুজন ৮টি উইকেট সমানভাবে ভাগ করে নেন। বাকি দুটি উইকেট নেন অলি রবিনসন ও জ্যাক লিচ।

প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে টম ব্লানডেলের বীরোচিত ১৩৮ রানের ইনিংসে ভর করে নিউ জিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ৩০৬ রানে।

১৯ রানের লিড নিয়ে ইংল্যান্ড তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৭৩.৫ ওভারে ৩৭৪ রান তুলে অলআউট হয়। তাতে নিউ জিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৯৪ রান।

এই রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। ২৮ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। শেষ পর্যন্ত ৬৩ রান তুলে তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা। আজ বাকি পাঁচটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে আরও ৬৩ রান যোগ করে ১২৬ রানে অলআউট হয়ে হার মানে ব্ল্যাক ক্যাপসরা।

শুক্রবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড।

খেলাধুলা-এর আরও খবর