এবার ঘরের মাঠে পয়েন্ট হারালো আর্সেনাল

  বিশেষ প্রতিনিধি    11-02-2023    222
এবার ঘরের মাঠে পয়েন্ট হারালো আর্সেনাল

আগের ম্যাচে এভারটনের মাঠে হার মেনেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল। আজ শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

এই ড্রয়ে ২১ ম্যাচ থেকে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে গার্নর্সরা। তবে পয়েন্ট ব্যবধান আরও কমলো ম্যানচেস্টার সিটির সঙ্গে। সমান ম্যাচ থেকে ৪৫ পয়েন্ট নিয়ে ম্যানসিটি রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ২২ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে তৃতীয় স্থানে। ২২ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রেন্টফোর্ড অবস্থান নিয়েছে অষ্টম স্থানে। নবম স্থানে থাকা চেলসির চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে রয়েছে তারা।

এদিন অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। গোলশূন্যভাবে শেষ হয়েছিল প্রথমার্ধেই লড়াই। বিরতির পর ৬৬ মিনিটে লিড নেয় আর্সেনাল। এ সময় বুকায়ো সাকার ক্রস থেকে ছয় গজ বক্সের বামপাশে বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান লিয়েন্দ্রো ট্রসার্ড। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি টেবিল টপাররা। ৭৪ মিনিটেই সমতা ফেরায় এই মৌসুমে দারুণ খেলা ব্রেন্টফোর্ড। এ সময় খুব কাছ থেকে হেডে গোল করেন ইভান টোনি।

গোলটি নিয়ে শংসয় দেখা দিলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি চেক করেন। তাতে টিকে যায় গোলটি এবং ফেরে সমতা। এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।

খেলাধুলা-এর আরও খবর