ভালো-খারাপ সবকিছু আমাদের হাতেই

  বিশেষ প্রতিনিধি    30-06-2023    109
ভালো-খারাপ সবকিছু আমাদের হাতেই

বছরের শেষ দিকে ভারতে যে বিশ্বকাপ বসবে সেখানে বাংলাদেশ কেমন করবে তা নিয়ে অনেক আলোচনা চলছে। বিশেষ করে ২৭ জুন টুর্নামেন্টের ফিক্সচার ঘোষণার পর থেকে সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে।

৬ ভেন্যুতে ৯ ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা আছে ধর্মশালা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুনে ও কলকাতায়। কোন মাঠে বাংলাদেশ কেমন সুবিধা পাবে, কোন প্রতিপক্ষকে বাংলাদেশ কঠিন প্রতিদ্বন্দ্বীতা দিতে পারবে, কোন প্রতিপক্ষকে হারাতে পারবে সেসব নিয়েও চরম হিসেব কষা হচ্ছে। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক তামিম ইকবাল সরাসরিই বলেছেন, ‘বিশ্বকাপের কোনো প্রতিপক্ষ সহজ নয়। সবগুলো ম্যাচই হবে কঠিন। তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই।’

ভক্ত, সমর্থক ও ক্রিকেট পাগল জাতি হিসেবে বাংলাদেশিদের এই উন্মাদনাকে বেশ ভালোবাসেন তামিম। মুঠোফোনে রাইজিংবিডিকে বলেছেন, ‘এই আলোচনা চলবেই। আমরা এমনিতেও ক্রিকেটকে প্রচুর ভালোবাসি। বাংলাদেশ ক্রিকেট এখন ওই অবস্থায় পৌঁছে গেছে যে এটা টক অব দ্য টাউন হবে। আর বিশ্বকাপকে ঘিরে তো এই উন্মাদনা নতুন নয়। আমার এটা ভালো লাগে।’

আইসিসি ওয়ানডে সুপার লিগের আগে ওয়ানডের নেতৃত্ব তামিম ইকবালের কাঁধে তুলে দেয় বিসিবি। এর আগে একাধিকবার ওয়ানডে অধিনায়কত্বের প্রস্তাব পেলেও তামিম আগ্রহ দেখাননি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দায়িত্ব ছাড়ার পর তামিম হয়েছেন দলের নেতা।

নতুন অধিনায়কের সামনে চ্যালেঞ্জ ছিল ৫০ ওভারের ক্রিকেটে পুরোনো ধারাবাহিকতা ধরে রাখা। যে কাজটা তামিম খুব সিদ্ধহস্তেই করেছেন। সঙ্গে আইসিসি সুপার লিগে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে রেখেছেন। ১৫৫ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে তিনে থেকে শেষ করে বাংলাদেশ। সমান পয়েন্ট বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও। কেবল নেট রান রেটে এগিয়ে থাকায় তারা দুইয়ে। ১৭৫ পয়েন্ট নিয়ে নিউ জিল্যান্ড শীর্ষে।

টেবিলে নিজেদের অবস্থান ভালো থাকার পেছনে বড় কারণ ধারাবাহিক পারফরম্যান্স। শেষ তিন বছরের এই ধারাবাহিকতা ধরে রাখাই বিশ্বকাপে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। তামিমের মতে, সাফল্য-ব্যর্থতা সবকিছুই নির্ভর করছে তাদের উপর, ‘আমরা আইসিসি ওয়ানডে সুপার লিগে ভালো করেছি বলেই যে বিশ্বকাপে ভালো করবো তেমনটা নয়। যেট গেছে সেটা অতীত। আমাদেরকে প্রতিটি ম্যাচ নতুন করে খেলতে হবে এবং ভালো খেলতে হবে। ভালো-খারাপ সবকিছু আমাদের হাতেই।’

আগামী মাসেই বাংলাদেশ আফগানিস্তানকে ঘরের মাঠে আতিথেয়তা দেবে। ধর্মশালায় বাংলাদেশের বিশ্বকাপের মিশনও শুরু হবে নবী, রশিদদের বিপক্ষে। এরপর এশিয়া কাপেও দুই দল মুখোমুখি হবে। বড় মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলাকে সহজ মনে করেন না তামিম, ‘আফগানিস্তানের বিপক্ষে আমরা ধারাবাহিক ভালো খেললেও কিন্তু ওরা কঠিন প্রতিদ্বন্দ্বীতা দেয় মাঠে। বিশ্বকাপও তাই। দুই দলের প্রথম ম্যাচ হবে সেটা এবং দুই দলই চাইবে জয়ের খাতা খুলতে। ওদের বিপক্ষে নিয়মিত খেলার কারণে আমরা যেমন ওদের শক্তি-দুর্বলতা সম্পর্কে জানছি, ওরা কিন্তু আমাদের নিয়ে কাজ করছে। দুই দল সমান অবস্থানেই থাকবে। যারা ভালো খেলবে তারাই এগিয়ে যাবে।’

শুধু আফগানিস্তান নয়, তামিম ভালো খেলতে চান সব দলের বিপক্ষেই, ‘বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে পারফর্ম করলে গর্ব খুঁজে পাওয়া যায়। আমরা যখন ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারালাম তখন সব লাইমলাইট আমাদের দিকে ছিল। ২০১৫ বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারানোর পর একই অবস্থা। আমরা চাই এবার আরও ভালো করতে। একটা একটা করে ম্যাচ নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে ভালো করা অসম্ভব কিছু না।’

বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনাল। চন্ডিকা হাথুরুসিংহের হাত ধরেই সেবার প্রি-সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এবার ফরম্যাটের কারণে রাউন্ড রবিন লিগের পরপরই সেমিফাইনাল। সেরা চারে থাকতে পারবে বাংলাদেশ? তামিম তো সাফ জানিয়ে দিলেন, ‘ভালো-খারাপ সবকিছু আমাদের হাতেই।’

খেলাধুলা-এর আরও খবর