গোল-উৎসবে শুরু মেয়েদের

  বিশেষ প্রতিনিধি    21-03-2023    190
গোল-উৎসবে শুরু মেয়েদের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি বিকাল ৩টা ১৫ মিনিটে শুরু হবে। এরপর ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। অন্যদিকে গতকাল উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে ভারত ৪-১ গোলে হারিয়েছে নেপালকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলার শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে মেয়েরা। গোল পেতেও বেশি দেরি হয়নি তাদের। ১৬ মিনিটে তৃষ্ণার গোলে আনন্দ-উৎসবের শুরু। ২৯ মিনিটে দ্বিতীয় গোলটিও করেন তৃষ্ণা। এরপর প্রথমার্ধে আরও ২টি গোল পায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বাকি ৪টি গোল হয়েছে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দেয় ভুটান। ফলে একপেশে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

সিনিয়র নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিক ফুটবলে ভালো খেলার ছন্দ ধরে রেখেছেন রুমা আক্তাররাও। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের। তবে বাংলাদেশের আগ্রহের কেন্দ্রে রাশিয়ার বিপক্ষে ম্যাচ।

এই প্রথমবারের মতো ইউরোপের দেশ রাশিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিক নারী ফুটবলে বাংলাদেশ কতটা এগিয়েছে, সেটি যাচাই করে নিতে চায় বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রাব্বানী ছোটন জানিয়েছিলেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় যে স্ট্যান্ডার্ডে খেলি আর ইউরোপের স্ট্যান্ডার্ড তো এক নয়।

রাশিয়ার বিপক্ষে খেললে অবশ্যই আমরা কোন স্ট্যান্ডার্ডে আছি, সেটা বেরিয়ে আসবে। তবে এখানে আমাদের ভালো দিক, আমাদের মেয়েরা যে প্রতিনিয়ত পারফর্ম করছে, আমাদের কোথায় উন্নতি হয়েছে এবং ভালো টিমগুলোর সঙ্গে খেলতে গেলে কোথায় উন্নতি করা উচিত, সেটা আমরা ভালোভাবে জানতে পারব। ইউরোপের একটা দলের বিপক্ষে খেলবÑ এটা ভেবে মেয়েরা শিহরিত, চাপ অনুভব করছে না।’

খেলাধুলা-এর আরও খবর