সৌদি আরবে গিয়ে অনুতপ্ত মেসি, চাইলেন ক্ষমা

  বিশেষ প্রতিনিধি    06-05-2023    48
সৌদি আরবে গিয়ে অনুতপ্ত মেসি, চাইলেন ক্ষমা

অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে করেছেন লিওনেল মেসি। এ অপরাধে পিএসজিতে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়ে আছেন আর্জেন্টাইন এ সুপারস্টার। একটা বিষয় এখন পরিষ্কার। প্যারিসের জায়ান্ট ক্লাবটির সঙ্গে মেসির সম্পর্কটা এখন শীতল।

গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবে না পিএসজি। নিষেধাজ্ঞা পেয়ে মেসিও আর থাকবেন না প্যারিসের জায়ান্ট ক্লাবটিতে। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বকাপ জয়ী এ মেগাস্টার।

এ তো কিছু হয়ে গেলেও চুপ ছিলেন মেসি। বলেননি কোনো কথা। অবশেষে নিরবতা ভাঙলেন আর্জেন্টাইন সুপারস্টার। নিজের ভুল বুঝতে পেরে চাইলেন ক্ষমা।

অনুতপ্ত মেসি এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রথমত আমি আমার ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি সত্যিই ভেবেছিলাম, ম্যাচ শেষে আমরা একদিন ছুটি পাব; যেমনটা সবসময়ই হয়ে থাকে।আমার সৌদি আরব সফর আগেই ঠিক করাছিল।

সফর বাতিল করার কোনো উপায় ছিল না। এর আগে অবশ্য একবার বাতিল করতে হয়েছিল। আমি যা করেছি তার জন্য আরও একবার ক্ষমা চাই। ক্লাব কী করতে চায় সেই অপেক্ষায় আছি। আলিঙ্গন।

ClicktoSoft Corporation

খেলাধুলা-এর আরও খবর