ওসাসুনাকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    229
ওসাসুনাকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল

করিম বেনজেমা খেলতে পারেননি ইনজুরির কারণে। তাতে ভিনিসিউস জুনিয়রের দায়িত্ব বেড়েছিল অনেক। তাকে ওসাসুনার খেলোয়াড়রা বোতলবন্দি করে রাখার চেষ্টা করেছে। তবুও দুই-দুইবার তিনি বল জালে জড়িয়েছিলেন। কিন্তু দুইবারই অফসাইডের কারণে বাতিল হয় গোল।

তবে জয় আটকানো যায়নি রিয়ালের। ফেদেরিকো ভালভার্দে ও মার্কো আসেনসিওর গোলে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে ২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। অবশ্য তারা একটি ম্যাচ কম খেলেছে।

ওসাসুনার মাঠে প্রথমার্ধে জালের নাগাল পায়নি রিয়াল। যদিও ম্যাচের ১০ মিনিটেই গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা রক্ষা করেন।

বিরতির পর ৫২ মিনিটে ব্রাজিলিয়ান এই তারকা বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে ওসাসুনাও আক্রমণের ধার বাড়ায়। ৬২ মিনিটে মই গোমেজের নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। এরপর ৬৫ মিনিটে জন মনকায়োলা সুযোগ দূর দিয়ে মেরে নষ্ট করেন।

৭৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এ সময় বামদিক থেকে বক্সের মধ্যে ভালভার্দেকে বল বাড়িয়ে দেন ভিনিসিউস। ভালভার্দে ডান পায়ের শটে বল জালে জড়ান। ৮৯ মিনিটে ভিনিসিউস নিজেও গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটিও বাতিল হয়।

৯০+২ মিনিটে আলভারো রদ্রিগেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মার্কো আসেনসিও।

খেলাধুলা-এর আরও খবর