১৫ পরাজয়ের গেরো ছুটানোর অপেক্ষায় মেয়েরা

  বিশেষ প্রতিনিধি    21-02-2023    235
১৫ পরাজয়ের গেরো ছুটানোর অপেক্ষায় মেয়েরা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৪ সালের পর কোনো জয় নেই বাংলাদেশের। নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণ করলেও হারের স্তুপে আটকে আছেন মেয়েরা। এবারও সেখান থেকে এখন পর্যন্ত বের হতে পারেননি।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম তিন ম‌্যাচে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউ জিল‌্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে নিগার সুলতানা জ‌্যোতির দল। ব‌্যাট-বলে দুই বিভাগেই ফ্লপ। আজ শেষ ম‌্যাচে স্বাগতিক দলের মুখোমুখি বাংলাদেশ। আজ কি জয় পাবেন টাইগ্রেসরা।

দেশ ছাড়ার আগে অন্তত একটি জয়ের কথা বলেছিলেন অধিনায়ক। আজ-ই কি সেই দিন? অধিনায়ক আশার কথা শোনালেন আরো একবার, ‘পারলাম না… এখনও কিন্তু সুযোগ শেষ হয়নি…! শেষ একটা ম্যাচ যেহেতু হাতে আছে। দেখুন, দল ভালো করতে পারেনি, সেটা আমরা জানি। দল হিসেবে পারফর্ম করতে পারিনি বলেই দল ভালো করতে পারেনি। ব্যক্তিগত পারফরম্যান্স দু-একটি থাকলেও কিন্তু ভালো হয়নি, কারণ দল হিসেবে পারফর্ম করতে না পারলে একটু কঠিন হয়ে যায় ম্যাচ জেতা।’

প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শুধু স্বাগতিক দলই নয়, শক্তি-সামর্থ্যেও এগিয়ে। তাদের হারাতে শুধু সেরা ক্রিকেট খেললেই হবে না মাঠের বাইরের চাপও সামলে নিতে হবে। কাজটা কঠিন তবে অসম্ভব নয় বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। সঙ্গে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলে চাপে আছে বলে বাংলাদেশ সেই সুযোগটি নিতে চায়।

‘আমার কাছে মনে হয়, দক্ষিণ আফ্রিকা একটু চাপে আছে। আমরা ওভাবে চাপে নেই। চাপহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি, এই ম্যাচটি ভালো খেলবে পারব।’

বিশ্বকাপে বাংলাদেশের জয় কেবল শ্রীলঙ্কা ও আয়ারল‌্যান্ডের বিপক্ষে। সেটাও ঘরের মাঠে ২০১৪ সালে। এরপর গত তিন বিশ্বকাপে ১২ ম‌্যাচে কোনো জয় নেই। এবার পরাজয়ের তালিকা ১৫-এ পৌঁছে গেছে। শেষ ম‌্যাচে অন্তত জয় পায় কিনা সেটাই দেখার। কেপটাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম‌্যাচ।

খেলাধুলা-এর আরও খবর