ফিফা দ্য বেস্ট দৌড়ে এগিয়ে মেসি

  বিশেষ প্রতিনিধি    27-02-2023    222
ফিফা দ্য বেস্ট দৌড়ে এগিয়ে মেসি

পেশাদার ফুটবল ক্যারিয়ারে চিরকালীন আক্ষেপ দূর হয়েছে লিওনেল মেসির। গত বছরের শেষ দিকে কাতার বিশ^কাপের সোনালি ট্রফি জিতে এই সুপারস্টার আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন। অনুমিতভাবেই তিনি হয়েছেন বিশ^কাপের সেরা খেলোয়াড়। উত্তপ্ত মরুর বুকে আগুন ঝরানোর আরও একটা পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন মেসি।

অতি নাটকীয় কিছু না ঘটলে আজ রাতে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড উঠতে যাচ্ছে তার হাতে। ব্যক্তিগত এই ট্রফির লড়াইয়ে মেসির প্রতিপক্ষ দুজনই ফরাসি। কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমার সঙ্গে তার লড়াইয়ের নিষ্পত্তি হবে আর কয়েক ঘণ্টা পরই। গত বছর ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস লিগ।

এমবাপ্পে পিএসজির জার্সিতে স্বাদ পান ফ্রেঞ্চ লিগ ওয়ানের। এ ছাড়া ফ্রান্সকে বিশ^কাপের ফাইনালে তুলতে সামনে থেকে অবদান রেখেছেন এমবাপ্পে। মেসিকে লড়াইয়ে এনেছে কাতার বিশ^কাপের পারফরম্যান্স। লুসাইল আইকনিক স্টেডিয়ামে মহানাটকীয় ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে শিরোপা জেতান মেসি। অথচ ২০২২ ব্যালন ডি’অরের লড়াইয়ে সেরা ত্রিশেও ছিলেন না তিনি! ষ ক্রীড়া ডেস্ক

খেলাধুলা-এর আরও খবর