টি-টোয়েন্টিতেও অভিন্ন লক্ষ্য সাকিবদের

  বিশেষ প্রতিনিধি    27-03-2023    164
টি-টোয়েন্টিতেও অভিন্ন লক্ষ্য সাকিবদের

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে বাংলাদেশ দল। ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে তারা। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচটি ভেস্তে না গেলে হোয়াইটওয়াশের লক্ষ্য হয়তো পূরণ হতো টাইগারদের। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি অভিযানে মুখোমুখি হচ্ছে দুদল। বন্দরনগরী চট্টগ্রামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আজ বেলা ২টায় শুরু হবে। কুড়ি ওভারের ক্রিকেটেও অভিন্ন লক্ষ্য সাকিবদের। আইরিশদের গুঁড়িয়ে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে চান তারা।

সর্বশেষ বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সংস্করণে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ক্রিকেটাররা এখন আত্মবিশ^াসের তুঙ্গে আছেন। সিলেটে আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডেতে তিন বিভাগেই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছেন তারা। তামিমের হাত ধরে ওয়ানডে সিরিজ জিতেছে; এবার সাকিবের অধিনায়কত্বে টি-টোয়েন্টি সংস্করণে ছন্দ ধরে রাখার প্রত্যয় টাইগারদের। প্রথমবার দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড সিরিজ (টি-টোয়েন্টি) যেখান থেকে শেষ করেছে, আয়ারল্যান্ড সিরিজ সেখান থেকেই শুরু করতে চান তারা!

সিলেটে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছে। সেখানকার উইকেট ভালো ছিল। তবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শুরুর আগে তাই ঘুরেফিরে আসছে উইকেট প্রসঙ্গ। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘দেখে মনে হচ্ছে ব্যাটিংবান্ধব উইকেট হবে।’ তবে লংকান কোচ চান, ট্রু উইকেট। আয়ারল্যান্ডের কোচ হাইনরিখ মালানও মনে করেন, ব্যাটিংবান্ধব উইকেটই হতে চলেছে। তিনি বলেন, ‘এই উইকেটে বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’ ওয়ানডের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ভালো করার আশা আইরিশ কোচের।

কুড়ি ওভারের ক্রিকেট বলেই তিনি আশাবাদী। তাদের অনুপ্রেরণা সদ্য পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়। গত শুক্রবার পাকিস্তানকে টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে আফগানরা। মালান বলেন, ‘টি-টোয়েন্টিতে সব দলের সামনেই সমান সম্ভাবনা থাকে। আমরা আশা ছাড়ছি না। ছেলেরা জানে তাদের করণীয় কী।’ এদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক বদলিয়েছে আয়ারল্যান্ড। নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় সিরিজে দলকে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং।

সাগরিকায় বাংলাদেশের খেলোয়াড়রা গতকাল নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন। অতীতে এই দলটির বিপক্ষে জয়ের পাল্লা (৩-১) বাংলাদেশেরই ভারী। তবে সর্বশেষ ৫ সাক্ষাতের চারটিই বৃষ্টিতে বাতিল হয়েছে। একটি ম্যাচে রেজাল্ট হয়নি। দেশের মাটিতে প্রথম সাক্ষাতে আইরিশদের হারিয়ে এবার ব্যবধান আরও বাড়িয়ে নিতে চান টাইগাররা।

খেলাধুলা-এর আরও খবর