পাকিস্তানের কাছে হেরে যা বললেন সোহান

  বিশেষ প্রতিনিধি    07-10-2022    176
পাকিস্তানের কাছে হেরে যা বললেন সোহান

নিউজিল্যান্ডে আজ থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ। শুক্রবার ক্রাইস্টচার্চে টাইগারদের ২১ রানে হারিয়েছে পাকিস্তান। বাবর আজমদের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান তোলে নুরুল হাসান সোহানের দল। এমন হারে হতাশ বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সোহান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল, আমাদের বোলাররা ভালো করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। মাঝের ব্যাটিং বিপর্যয়টাই আমাদের ভুগিয়েছে। লিটন-আফিফ-ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তবে যেটা বললাম, আমাদের উন্নতি করতে হবে।’ ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩তম ওভারে ২ উইকেটে ৮৭ রান ছিল বাংলাদেশের। এরপর ১০১ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ২১ বলে অপরাজিত ৪২ রানের কল্যাণে ১৪৬ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

খেলাধুলা-এর আরও খবর