তামিমকে নিয়ে যা বললেন পাপন

  বিশেষ প্রতিনিধি    08-07-2023    92
তামিমকে নিয়ে যা বললেন পাপন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার একদিন পরই আবারও ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তামিম তার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে মাঠে ফেরার ঘোষণা দেন। এদিকে, তামিমের ফিরে আসা সবার জন্যই স্বস্তির বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ শুক্রবার দুপুর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তামিম। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সেই বৈঠকে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৈঠক শেষে সংবাদকর্মীদের একজন পাপনকে প্রশ্ন করেন তামিমের অবসর ভেঙে ফেরাটা আপনাদের জন্য কতটা স্বস্তির? জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘অবশ্যই। এটা সবার জন্যই স্বস্তির।

আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’ বিসিবিকে তামিম অবসরের চিঠি কি দিয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আজকে একটা এসেছে। যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।’

বিসিবি সভাপতি বলেন, ‘ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে আমার একটা ধারণা হয়েছিল হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’

খেলাধুলা-এর আরও খবর