মালানের কাছে হারল বাংলাদেশ

  বিশেষ প্রতিনিধি    02-03-2023    231
মালানের কাছে হারল বাংলাদেশ

আশা যে জাগেনি তা কিন্তু নয়; বোলারদের কল্যাণে ১০৩ রানের মধ্যে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে টাইগারদের জয়ের স্বপ্নকে একাই ধূলিসাৎ করে দেন ডেভিড মালান। সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের জয়ের নায়ক বনে যান তিনি। গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগামীকাল দ্বিতীয় ম্যাচ। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তামিমরা।

লক্ষ্যটা ছোট হলেও ইংল্যান্ড খুব সহজে ম্যাচটি জিততে পারেনি। বাংলাদেশের বোলারদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানদের। তবে মালানের কারণেই শেষ পর্যন্ত সফরকারীরা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছেন। সর্বশেষ বিপিএলে কুমিল্লার হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। এখানকার কন্ডিশন বেশ পরিচিত। তাই মানিয়ে নিতে খুব একটা সময় লাগেনি। সে সুযোগটাই কাজে লাগিয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। তিনে নেমে সেঞ্চুরি (১১৪*) হাঁকান মালান। ক্যারিয়ারের ১৬তম ওয়ানডে ম্যাচে এসে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি। আর তাতেই ইংলিশদের বাজিমাত। ২০৯ রান তাড়ায় ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেন বিশ্বচ্যাম্পিয়নরা; তাও আবার ৮ বল হাতে রেখেই।

মিরপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয়। দলের বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে ব্যর্থ ছিলেন। ব্যতিক্রম নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটি করেছেন তিনি। ব্যাটসম্যানদের ব্যর্থতার ইনিংসে শান্তই সর্বোচ্চ রান করেন। ৮২ বলে ৬ বাউন্ডারিতে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এ বাঁহাতি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান মাহমুদউল্লাহ রিয়াদের। এ ছাড়া তামিম ২৩ রান করেন। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে লিটন ৭, মুশফিক ১৬, সাকিব ৮ ও আফিফ ৯ রান করেন। ইংলিশ পেস-স্পিন আক্রমণের মুখে ১৮২ রানে ৮ উইকেট হারানোর পর মনে হয়েছিল দলীয় সংগ্রহটা হয়তো ২০০ ছাড়াবে না। তবে তাসকিন ও তাইজুল জুটিতে তা সম্ভব হয়েছে। নবম উইকেটে এ জুটি স্কোরকার্ডে ২৫ বলে ২৬ রান যোগ করেন। তাসকিন ১৪ ও তাইজুল ১০ রান করেন।

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ২১০ রান। তবে মিরপুরের উইকেটে ইংলিশ ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি। উইকেট শিকারের শুরুটা করেন সাকিব। দলীয় ৪ রানে জেসন রয়কে ফেরান তিনি। মিডঅফে ক্যাচটি মুঠোবন্দি করেন তামিম। এর পর তাইজুল, তাসকিন, মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে বেশ ভালোমতোই টিকে ছিলেন স্বাগতিকরা। ১০৩ রানের মধ্যে সফরকারীদের ৫ উইকেট তুলে নেন তারা। তবে উইকেটের একপ্রান্ত একাই আগলে রাখেন ম্যাচসেরা মালান। আর তাতেই বৃথা গেছে তাইজুল, তাসকিনদের লড়াই। ১৬১ রানে ৭ উইকেট হারানোর পর আদিল রশিদকে (১৭*) নিয়ে তিনি দলকে জয়ী করে মাঠ ছাড়েন। মালানের ১৪৫ বলের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৪টি ছক্কায়।

মিরপুরে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল আর্চারদের গতি। তবে স্পিনাররাই এদিন সফল ছিলেন। মঈন আলি, আদিল রশিদ, উইল জ্যাকস মিলে ৫ উইকেট শিকার করেছেন। বাংলাদেশের তিন স্পিনার সাকিব, তাইজুল ও মিরাজ মিলে নিয়েছেন ৬ উইকেট। এর মধ্যে তাইজুল একাই শিকার করেন ৩ উইকেট। তবে দারুণ বোলিংয়ে আরও একবার নজর কেড়েছেন তাসকিন। এই পেসারের বোলিং ফিগার ছিল ৯-১-২৬-১।

খেলাধুলা-এর আরও খবর