মুমিনুলের পাশে শান্ত

  বিশেষ প্রতিনিধি    16-06-2023    91
মুমিনুলের পাশে শান্ত

তাদের মধ্যে অনেক মিল। দুজনই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। তারচেয়ে বড় মিল হলো, দুজনই এখন এমন এক কৃতিত্বের অধিকারী, বাংলাদেশের আর কোনো ব্যাটারের সে কৃতিত্ব নেই।

মুমিনুল হক আর নাজমুল হোসেন শান্ত সেই দুর্লভ কৃতিত্বের অধিকারী। দুজনই একই টেস্টের উভয় ইনিংসের সেঞ্চুরিয়ান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এতকাল এ কৃতিত্বটা মুমিনুল হকের একারই ছিল।

২০১৮ সালের জানুয়ারিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে উভয় ইনিংসে শতরান করেন মুমিনুল হক। তার প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ১৭৬ (২১৪ বলে)। পরের ইনিংসে করেছিলেন ১৭৪ বলে ১০৫ রান।

আজ ১৬ জুন শেরে বাংলায় মুমিনুল হকের পাশে গিয়ে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ২৭৭ মিনিটে ১৭৫ বলে ২৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৪৬ রান করার পর শুক্রবার সকালে শেরে বাংলায় শতরান পূরণের সঙ্গে সঙ্গে মুমিনুলের পর টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে উভয় ইনিংসে শতরানের কৃতিত্বের অধিকারী হলেন শান্ত।

আগেরদিন বৃহস্পতিবার ৫৪ রানে নটআউট থাকার পর শুক্রবার সকালে ঠিক ৭৮ মিনিট খেলার পর বাকি ৪৬ রান করে তিন অংকে পৌঁছান শান্ত। আফগান অধিনায়ক হাশমত উল্লাহ শহিদির বলে স্কোয়ার লেগে ঘুরিয়ে সিঙ্গেলস নিযে ৩ অংকে পা রাখেন শান্ত।

দ্বিতীয় ইনিংসে শতরান করতে শান্ত সময় নিয়েছেন ১৮৮ মিনিট। বল খেলেছেন ১১৫ টি। যাতে ছিল ১৩টি চারের মার।

২৩ নম্বর টেস্টে শান্তর এটা চতুর্থ শতক। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে উভয় ইনিংসে শতরান করা শান্তর প্রথম সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে ২০২১ সালে এপ্রিলে। পাল্লেকেল্লেতে শ্রীলঙ্কার বিপক্ষে সে টেস্টে শান্ত করেছিলেন ১৬৩ (৫৩৩ মিনিটে ৩৭৮ বলে) রান।

আর পরের টেস্ট শতকটি ২০২১ সালের ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে (১৪০ মিনিটে ১১৮ বলে ১১৭*) ।

খেলাধুলা-এর আরও খবর