রোমাকে হারিয়ে ইউরোপার সপ্তম শিরোপা জিতল সেভিয়া

  বিশেষ প্রতিনিধি    01-06-2023    100
রোমাকে হারিয়ে ইউরোপার সপ্তম শিরোপা জিতল সেভিয়া

চরম উত্তেজনার ম্যাচ শেষে টাইব্রেকারে রোমাকে ৪-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের রেকর্ড সপ্তম শিরোপা জিতল সেভিয়া। খেলার নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়।

ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় সেভিয়া আগে ছয়বার ফাইনালে উঠে প্রতিবারই ট্রফি উঁচিয়ে ধরেছিল। ফাইনালে শতভাগ সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রাখল তারা। অন্যদিকে, রোমার কোচ জোসে মরিনিয়ো ইউরোপিয়ান প্রতিযোগিতায় আগে পাঁচবার ফাইনালে উঠে প্রতিবারই পেয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এবার তাকে ফিরতে হলো খালি হাতে, মন বেজার করে।

বুধবার রাতের ফাইনালে হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় মাঠে নামে রোমা ও সেভিয়া। তবে পেনাল্টি শ্যুটআউটে সেভিয়ার চার জন শট নিয়ে সবাই পান সাফল্য। আর রোমার মাত্র একজন জালের দেখা পান, ব্রায়ান ক্রিস্তান্ত।

সেভিয়ার হয়ে অসাধারণ সেভ করে নায়ক বনে যান কাতার বিশ্বকাপে মরক্কোর হয়ে চমক দেখানো গোলরক্ষক ইয়াসিন বোনো।

ম্যাচের ৩৪তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় রোমা। মাঝমাঠে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে সেভিয়ার ইভান রাকিতিচ পজেশন হারান, বল ধরেই মানচিনি দারুণ পাসে খুঁজে নেন দিবালাকে। দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে উচ্ছ্বাসে ভাসান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় সেভিয়া। এরই মাঝে ৫৫তম মিনিটে ভুলটা করে বসেন ডিফেন্ডার মানচিনি। হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান তিনি। স্বস্তির সমতায় ফেরে সেভিয়া। এরপর আর কোনো দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত প্রথম ১৫ মিনিটে কোনো দলই পারেনি উল্লেখযোগ্য কিছু করতে। এই পর্বের দ্বিতীয়ার্ধও কেটে যাচ্ছিল সেভাবে। যোগ করা সময়ও পেরিয়ে যায় ১০ মিনিট। একেবারে শেষ মৃহূর্তে সুযোগ পেয়ে যায় রোমা; কিন্তু ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ে হেড ক্রসবারে বাধা পায়।

৪০ ফাউলের (সেভিয়া ২১, রোমা ১৯) ঘটনায় বারবার ছন্দপতন এবং বাড়তি দৈর্ঘ্যের লড়াই শেষে শুরু হয় টাইব্রেকার। যেখানে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ রোমা। তাতে আরও একবার বিজয়ীর বেশে রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া।

খেলাধুলা-এর আরও খবর