সাবিনার জোড়া গোলে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

  বিশেষ প্রতিনিধি    07-09-2022    166
সাবিনার জোড়া গোলে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের জয়

নারী সাফ চ্যাম্পিয়নশিপের আজকের ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করলো সাবিনারা। বুধবার সন্ধ্যায় নেপালের কাঠমান্ডুতে অনুষ্টিত হয় এ ম্যাচ। ম্যাচে সাবিনা খাতুন একাই দুই গোল করেন। এর আগে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৫-০ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে আজ মালদ্বীপের জালে রীতিমতো গোল উৎসব করেছে লাল সবুজের দল। পল স্মলির শিষ্যদের জয় ৫-০ ব্যবধানে। তার ঠিক পরেই নারী সাফের সুখবর দিল সাবিনারা। ‘এ’ গ্রুপে টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশী যুবারা। আগামী ১২ সেপ্টেম্বর ‘বি’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে শেষ চারের লড়াইয়ে খেলবে মিরাজরা। এদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আজকের ম্যাচে বিরতির আগ পর্যন্ত প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ গোলে। সে ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয়ার্ধেও সমানতালে লড়াই করে লিড ধরে রাখে সাবিনারা। শুরু থেকেই আক্রমনাত্বক ফুটবল খেলছে সাবিনারা, পেয়েছেন গোলের সুযোগও। তবে স্কোর লাইনে গোল বসাতে বাংলাদেশের মেয়েদের অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। বক্সের বাইরে থেকে শট নিয়ে প্রথম গোল করেন সাবিনা খাতুন। এর দুই মিনিট পর আবারো গোল হয়। এবার গোলদাতা মাসুরা পারভীন। অধিনায়ক সাবিনা খাতুন নিজের দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে। ওই গোলেই ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

খেলাধুলা-এর আরও খবর